Morning Vastu Tips: সকালে ঘুম ভেঙেই কী দেখবেন না? বাস্তু বলছে ছ'টি জিনিস এড়ালেই মিলবে শান্তি

Morning Vastu Tips: বাস্তু মতে, ঘুম ভাঙতে না ভাঙতেই নিজের ছায়া চোখে পড়া অত্যন্ত অশুভ। বিশ্বাস করা হয়, এর ফলে সারাদিন নেগেটিভ এনার্জি সক্রিয় থাকে এবং কাজ রোজকার মতো এগোতে চায় না। তাই সকালে বিছানা ছাড়ার পরে আলো বা দেয়ালের দিকে চোখ না ফেরানোই শ্রেয়।

Advertisement
সকালে ঘুম ভেঙেই কী দেখবেন না? বাস্তু বলছে ছ'টি জিনিস এড়ালেই মিলবে শান্তি

Morning Vastu Tips: নতুন বছর ২০২৬ আসন্ন। এর আগে বাস্তু শাস্ত্র বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সকালে ঘুম থেকে ওঠার পরে কয়েকটি জিনিস দেখলে নাকি বাড়িতে নেমে আসতে পারে অশান্তি, দারিদ্র্য আর নেগেটিভ এনার্জি। তাই দিনের শুরুতে ঠিক কোন ছয়টি বিষয় একেবারেই এড়ানো উচিত, তার একটি স্পষ্ট তালিকা সামনে এসেছে।

নিজের ছায়া দেখা যাবে না
বাস্তু মতে, ঘুম ভাঙতে না ভাঙতেই নিজের ছায়া চোখে পড়া অত্যন্ত অশুভ। বিশ্বাস করা হয়, এর ফলে সারাদিন নেগেটিভ এনার্জি সক্রিয় থাকে এবং কাজ রোজকার মতো এগোতে চায় না। তাই সকালে বিছানা ছাড়ার পরে আলো বা দেয়ালের দিকে চোখ না ফেরানোই শ্রেয়।

ভাঙা বা ফাটল ধরা আয়নায় মুখ দেখা নিষেধ
সাজগোজ করতে গিয়ে যদি ভাঙা আয়না ব্যবহার করেন, বাস্তু শাস্ত্র বলে এটি অনেক বড় ভুল। এমন আয়নায় নিজের মুখ দেখা নাকি দিনের কাজকর্মে বাধা আনে, পরিকল্পনা নষ্ট করে দেয় এবং অনাকাঙ্ক্ষিত সমস্যা ডেকে আনে।

রান্নাঘরে জুঁঠো বাসন দেখাও অশুভ
সকালে ঘুম ভেঙে রান্নাঘরে গিয়ে যদি জমে থাকা জুঁঠো বাসন দেখতে পান, সেটিও বাস্তু মতে অশুভ। এর ফলে বাড়িতে নাকি দারিদ্র্য বাড়ে, পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদও দেখা দিতে পারে। তাই আগের রাতেই বাসন ধুয়ে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞেরা।

বন্ধ ঘড়ি মানেই স্থবিরতা
বাড়িতে বন্ধ বা নষ্ট ঘড়ি রাখা যেমন অনুচিত, তেমনই ঘুম ভাঙার পরই বন্ধ ঘড়ি চোখে পড়া নাকি খারাপ সময়ের ইঙ্গিত দেয়। বাস্তু মতে, সময় থেমে থাকা মানে জীবনে অগ্রগতির পথ আটকে যাওয়া। তাই নষ্ট ঘড়ি তাড়াতাড়ি মেরামত বা সরিয়ে ফেলাই উচিত।

ভাঙা দেবমূর্তির দিকে একবারও তাকাবেন না
সকালে উঠেই ভাঙা বা খণ্ডিত দেবমূর্তি দেখা অত্যন্ত অশুভ বলে মানা হয়। বাস্তু শাস্ত্রে বলা হয়েছে, এতে নেগেটিভ এনার্জি বাড়ে এবং জীবনে ঝামেলা ডেকে আনে। এমন মূর্তি বাড়িতে না রেখে পবিত্র নদী বা পুকুরে যথাযথভাবে বিসর্জন দেওয়াই শ্রেয়।

Advertisement

সকালবেলা ঝগড়া, রাগ, অপমান এড়াতে হবে
শুধু বস্তু নয়, আচরণও গুরুত্বপূর্ণ। সকালে ঘুম ভাঙতেই রাগ, ঝগড়া, মিথ্যে কথা বা অহংকার, সবই এড়ানোর পরামর্শ দেন বাস্তু বিশেষজ্ঞরা। সময়মতো ঘুম থেকে ওঠা, স্নানের পরে সূর্যদেবকে জল দেওয়া, এবং অতিথি বা আগত কাউকে অসম্মান না করাই শুভ বলে মনে করা হয়।

POST A COMMENT
Advertisement