Sunset Vastu Tips: সন্ধ্যা নেমেছে। সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। আলো-অন্ধকারের ঠিক এই সন্ধিক্ষণেই হিন্দু শাস্ত্রে কিছু বিধিনিষেধের কথা বলা হয়েছে। প্রাচীন যুগ থেকে বাড়ির বড়রা তাই কিছু কাজ থেকে বারণ করে এসেছেন সূর্য অস্ত যাওয়ার পর। শাস্ত্র বলছে, এই সময়ে কিছু অভ্যাস অশুভ প্রভাব আনতে পারে জীবনে। হতে পারে আর্থিক ক্ষতি, স্বাস্থ্যহানি কিংবা লক্ষ্মীদেবীর অনুগ্রহ। জেনে নিন, সন্ধ্যার পর ঠিক কোন কোন কাজ করা একেবারেই উচিত নয়
সন্ধ্যায় ঘুম নয়:
জ্যোতিষ মতে, সন্ধ্যা হল দেবী লক্ষ্মীর আগমনের সময়। এই সময়ে যদি কেউ শুয়ে পড়েন বা ঘুমিয়ে পড়েন, তবে তাঁর শরীরে অলসতা বাসা বাঁধে। বিশ্বাস করা হয়, এতে আয়ু কমে, শরীরে রোগভোগ বাড়ে এবং গৃহলক্ষ্মীর কৃপাও হারাতে হয়।
ঝাঁট দেওয়া নিষেধ:
বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ভাল, কিন্তু সন্ধ্যার পরে ঝাঁট দেওয়া শাস্ত্রবিরুদ্ধ। এতে ঘরের ইতিবাচক শক্তি বাইরে চলে যায় বলে মনে করা হয়। একইসঙ্গে, এই সময়ে ঝাঁট দিলে দেবী লক্ষ্মী রুষ্ট হন বলেও বিশ্বাস।
দোরগোড়ায় বসবেন না:
সন্ধ্যার সময়ে বাড়ির চৌকাঠে বা দোরগোড়ায় বসাকে শাস্ত্রে অশুভ বলা হয়েছে। ধারণা, এতে লক্ষ্মীদেবীর গৃহে প্রবেশ ব্যাহত হয়। বসার সময় সেই দরজা বন্ধও থাকলে শুভ শক্তির প্রবেশ আটকে যেতে পারে।
তুলসী পুজো নয়:
তুলসীকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। কিন্তু সূর্যাস্তের পরে তুলসী গাছে জল দেওয়া বা পুজো করা উচিত নয়। এমনকি পাতা ছেঁড়াও নিষিদ্ধ। এতে তুলসীদেবী ও লক্ষ্মী রুষ্ট হন বলে বিশ্বাস।
দই-দুধ-নুন দান নয়:
বাস্তুশাস্ত্র বলছে, সূর্যাস্তের পর দই, দুধ কিংবা নুন কাউকে দেওয়া উচিৎ নয়। এতে ঘরে দারিদ্র্য বাসা বাঁধে। আর্থিক ক্ষতির সম্ভাবনাও বাড়ে।
শেষ কথা?
আধুনিক জীবনযাত্রা অনেক বদল এনেছে ঠিকই, তবে শাস্ত্রের বার্তা আজও ভেবেচিন্তে দেখতে হয়। বিশ্বাসের সঙ্গে যুক্ত রয়েছে সংস্কার, অভিজ্ঞতা ও জীবনের ভারসাম্য। তাই সন্ধ্যার পর কিছু কাজ না করাই মঙ্গলজনক বলে মনে করেন অনেকেই।