Durga Puja 2024 Vastu: এই দুর্গাপুজোয় হবে আর্থিক সমৃদ্ধি, শুধু ঘরে করুন এই ছোট্ট কাজ

Durga Puja 2024 Vastu : মহালয়ার পর, ১৫ অক্টোবর থেকে শুরু হয়েছে দেবীপক্ষ। দুর্গাপুজোর সময় বেশ কিছু বাস্তুশাস্ত্রের নিয়মগুলি মেনে চলা উচিত। বাস্তুশাস্ত্র অনুযায়ী জেনে নিন, দুর্গাপুজোর সময় বাড়ির বাস্তুতে কী কী পরিবর্তন করলে সংসারের আয়-সমৃদ্ধি বৃদ্ধি পাবে...

Advertisement
এই দুর্গাপুজোয় হবে আর্থিক সমৃদ্ধি, শুধু ঘরে করুন এই ছোট্ট কাজএই দুর্গাপুজোয় হবে আর্থিক সমৃদ্ধি, শুধু ঘরে করুন এই ছোট্ট কাজ

Durga Puja 2024 Vastu: পুজো দোরগোড়ায় মাঝে আর মাত্র একটা মাস। তারপরই পুজোর মাস শুরু হবে। তার আগে বাঙালির এখন সাজ সাজ রব। দুর্গাপুজো আসতে না আসতেই গৃহিনীরা ঘরকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেন। সারা বছরের অশুভ, নোংরা বা পুরনো জিনিসপত্র ফেলে দিয়ে শুভশক্তিকে সক্রিয় করার চেষ্টা করেন। তাই দুর্গাপুজোর সময় বেশ কিছু বাস্তুশাস্ত্রের নিয়মগুলি মেনে চলা উচিত।

হিন্দু ধর্মে শারদীয়া নবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, আশ্বিন মাসের শুক্ল প্রতিপদ তিথি থেকে নবরাত্রি শুরু হয়। এবছর শারদীয়া নবরাত্রি শুরু হয়েছে ১৫ অক্টোবর, রবিবার থেকে। নবরাত্রির নয় দিন ধরে দেবী দুর্গার নয়টি রূপের পুজো করা হয়। বাঙালির ঘরে ঘরে উমাকে চারদিন ধরে বিশেষ আচার মেনে পুজো করা হয়ে থাকে। এই সময়ে দেবী দুর্গার মূর্তি সঠিক দিকে স্থাপন করা হলে সেই ব্যক্তি মহামায়ার বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন।

প্রবেশদ্বারের বাস্তু
বাস্তুশাস্ত্র অনুযায়ী, দুর্গাপুজোর ক'দিন বাড়ির মূল প্রবেশদ্বারে হলুদ বেছে নিয়ে এটি মিশিয়ে একটি স্বস্তিক আঁকুন। এছাড়াও, মূল প্রবেশদ্বারে অশোক পাতা বা আম পাতা দিয়ে তৈরি একটি খিলান রাখলে ঘরে নেতিবাচক শক্তি থাকে না এবং পজিটিভ এনার্জি বাস করে।

দুর্গার মূর্তি
বাস্তুতে, সবকিছুর জন্য একটি নির্দিষ্ট দিক নির্দেশ করা হয়েছে। শারদীয়া নবরাত্রির সময় উত্তর-পূর্ব দিকে দেবীর মূর্তি এবং কলশ স্থাপন করুন। এই দিকে দেবতাদের অধিবাস বলে বিশ্বাস করা হয়। এমন অবস্থায় মা দুর্গার মূর্তি এবং কলশ এই দিকে স্থাপন করলে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। সেই সঙ্গে দক্ষিণ-পূর্ব কোণে অবারিত শিখা জ্বালিয়ে দিন। 

কলস স্থাপন
বাড়ির মূল প্রবেশদ্বারের দুই পাশে দেবীপক্ষে লাল এবং হলুদ দিয়ে স্বস্তিকা চিহ্ন আঁকতে হবে। দেব-দেবীকে উত্তর-পূর্ব কোণে স্থাপন করলে তা শুভ বলে মনে করা হয়। দেবীর মূর্তি বা ছবির পাশাপাশি কলশও ঘরের উত্তর-পূর্ব কোণে স্থাপন করতে হবে।

Advertisement

চন্দন কাঠের ব্যবহার
দুর্গাপুজোর সময় দেবী দুর্গার প্রতিমা, কলশ ইত্যাদি স্থাপনের জন্য চন্দন কাঠের ব্যবহার করা শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে, এমন করলে বাস্তু দোষ থেকে সহজে মুক্তি পাওয়া যায়। এছাড়াও, পূজাস্থলে ইতিবাচক শক্তি বজায় থাকে।

 

POST A COMMENT
Advertisement