Vastu Tips For Money: এই ৩টি কাজ করা শুরু করলে, টাকা আসবে বুলেটের গতিতে

Vastu Tips For Money : অনেক সময় মানুষ জীবনে কঠোর পরিশ্রম করেও নিজের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয় না, অর্থাৎ ভাগ্যকে পাশে পান না। এই পরিস্থিতিতে বাস্তুর কিছু নিয়ম মেনে চললে সহজেই কোটিপতি হওয়ার সম্ভাবনা থাকে। আর এগুলি মেনে চলার জন্য কোনও টাকাও খরচ করতে হয় না। বরং কিছু বিষয় খেয়াল রাখলেই মা লক্ষ্মীর আশীর্বাদ মিলতে পারে। এবার চলুন সেই টিপসগুলি মেনে চলা যাক (Vastu Tips For Money)।

Advertisement
এই ৩টি কাজ করা শুরু করলে, টাকা আসবে বুলেটের গতিতেএই ৩টি কাজ শুরু করে দেখুন, টাকা আসবে বুলেটের গতিতে

Vastu Tips For Money: অনেক সময় মানুষ জীবনে কঠোর পরিশ্রম করেও নিজের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয় না, অর্থাৎ ভাগ্যকে পাশে পান না। এই পরিস্থিতিতে বাস্তুর কিছু নিয়ম মেনে চললে সহজেই কোটিপতি হওয়ার সম্ভাবনা থাকে। আর এগুলি মেনে চলার জন্য কোনও টাকাও খরচ করতে হয় না। বরং কিছু বিষয় খেয়াল রাখলেই মা লক্ষ্মীর আশীর্বাদ মিলতে পারে। এবার চলুন সেই টিপসগুলি মেনে চলা যাক (Vastu Tips For Money)।

বাস্তুশাস্ত্রে এমন অনেক বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে, যেগুলি মেনে চললে কোনও মানুষের ভাগ্য রাতারাতি পরিবর্তন হয়ে যেতে পারে। বাস্তু বিশেষজ্ঞদের মতে, এগুলি ঘর থেকে নেতিবাচক শক্তিকে ধ্বংস করার পাশাপাশি ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ানোর উপর জোর দেয়। কথিত আছে, যেখানে ইতিবাচক শক্তি থাকে সেখানে দেবী লক্ষ্মীও থাকেন (Vastu Tips For Devi Laxmi Blessings)।

বাড়ির প্রধান দরজায় এই জিনিসগুলি রাখবেন না
শাস্ত্রে বলা আছে মা লক্ষ্মী বাড়ির সদর দরজা দিয়েই ঘরে প্রবেশ করেন। বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার রাখতে হবে। শুধু তাই নয়, ভুল করেও বাড়ির প্রধান দরজায় ডাস্টবিন, জুতা-চপ্পল বা নোংরা কোনও জিনিস রাখবেন না। এগুলি খেয়াল না রাখলে রুষ্ট হতে পারেন দেবী লক্ষ্মী। 

সন্ধ্যায় এই জিনিসগুলি দান করবেন না
জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে সন্ধ্যায় বিশেষ কিছু জিনিস দান করলে মানুষের আর্থিক অবস্থার অবনতি হতে পারে। এমতাবস্থায় সূর্যাস্তের সময় এবং তার পরে কারও দুধ, দই, লবণ ও তেল দান করা উচিত নয়। কারণ মা লক্ষ্মী এই জিনিসগুলি দান করায় ক্রুদ্ধ হয়ে ঘর ছেড়ে চলে যান। এর ফলে মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে। আর আর্থিক অনটনের কারণেও মানুষকে নানা সমস্যায় পড়তে হয়।

বিছানায় খাওয়া এড়িয়ে চলুন
প্রায়শই মানুষ বিছানায় বসে খাওয়া দাওয়া করেন। কিন্তু বাস্তুশাস্ত্রে এটিকে সম্পূর্ণ ভুল বলে বিবেচিত হয়েছে। কারণ এতে মানুষের ভাগ্য বিপর্যস্ত হয়ে পড়ে। সেক্ষেত্রে টেবিল-চেয়ারে বসে বা রান্নাঘরে খাবার খাওয়া যেতে পারে। তবে বিছানায় বসে খাওয়া এড়িয়ে চলুন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement