Vastu Tips For Locker At Home: ঘরে উপচে পড়বে সৌভাগ্য-অর্থ, এই ৫ জিনিস ম্যাজিকের মতো কাজ করে

বহু চেষ্টা সত্ত্বেও যদি অর্থের অভাব কাটে না, তাহলে বাস্তুশাস্ত্রের দৃষ্টিতে সেটা হতে পারে ঘরের কোষাগারে বাস্তু দোষের কারণে। এমন কিছু জিনিস আছে যা লকারে রাখলে অর্থভাগ্য ভালো হতে পারে।

Advertisement
ঘরে উপচে পড়বে সৌভাগ্য-অর্থ, এই ৫ জিনিস ম্যাজিকের মতো কাজ করেঘরে উপচে পড়বে সৌভাগ্য-অর্থ, এই ৫ জিনিস ম্যাজিকের মতো কাজ করে

Vastu Tips For Locker At Home: প্রত্যেক মানুষই চান যে তাঁর আলমারি বা ব্যাঙ্কের লকার যেন সবসময় টাকা‑পয়সায় পূর্ণ থাকে, দেবী লক্ষ্মীর আশীর্বাদ যেন সার্বক্ষণিক থাকে। কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও যদি অর্থের অভাব কাটে না, তাহলে বাস্তুশাস্ত্রের দৃষ্টিতে সেটা হতে পারে ঘরের কোষাগারে বাস্তু দোষের কারণে। এমন কিছু জিনিস আছে যা লকারে রাখলে অর্থভাগ্য ভালো হতে পারে। নিচে সেইগুলোর কথা দেওয়া হল:

একটি জনপ্রিয় ধারণা হলো পুজোর সুপারি (বেটেল নাট) রাখা। পুজো শেষে ব্যবহার করা সুপারি যদি লকারে রাখা হয়, তাহলে অর্থ ঘরে ঘরে প্রবেশ করা ও অভাব কাটার সম্ভাবনা বাড়ে।

শাস্ত্র অনুযায়ী শুক্রবারের দিনে সাতটি পয়সা বা কড়ি লাল কাপড়ে বেঁধে রাখা উচিত। এতে দেবী লক্ষ্মীর অনুগ্রহ বাড়ে বলেই পাওয়া যায় সৌভাগ্য।

তুলসী পাতা রাখাও একটি প্রচলিত উপায়। বিষ্ণু ও লক্ষ্মীর পুজোর সময় তুলসী পাতার উপস্থিতি অর্থলাভে সহায়ক বলে ব্যাখ্যা করা হয়।

কুবের দেবতার মূর্তি রাখা হলে ধন-সম্পদ ও সমৃদ্ধি বাড়ে বলেই মনে করা হয়। যিনি কুবেরের আরাধনা করেন, তাঁর কাজকর্মে উন্নতি হয়, অর্থের অভাব কম হয়।

হলুদের কাঠি বা মূল রাখাও একটি প্রতিকার হিসেবে প্রচলিত। এই বস্তুটি লকারে রাখলে পরম শুভ শক্তি আহ্বানিত হয় এবং লক্ষ্মী বরাবরই বাড়িতে বিরাজ করেন বলেই ধারণা।
 

 

POST A COMMENT
Advertisement