Vastu Tips Lucky Plant: বিষ্ণু-শনির প্রিয় এই ফুলের গাছ, বাড়িতে লাগালে বাধামুক্তি-অর্থলাভ

এই ফুলের গাছ ঘরে লাগালে আসে সুখ ও সমৃদ্ধি। অর্থের অভাব থেকেও মেলে মুক্তি। কাটে শনি দোষও। তবে যেখানে সেখানে রাখলে শুভ ফল মেলে না। 

Advertisement
বিষ্ণু-শনির প্রিয় এই ফুলের গাছ, বাড়িতে লাগালে বাধামুক্তি-অর্থলাভVastu Tips: বিষ্ণু ও শনির প্রিয় ফুল অপরাজিতা।
হাইলাইটস
  • অপরাজিতা ফুলের মাহাত্ম্যও রয়েছে।
  • সাধারণত কালী ও শনিপুজোয় ব্যবহার করা হয় অপরাজিতা ফুল।

গাছ-গাছালি এবং ফুল দেবতাদের খুব প্রিয়। এই তালিকায় রয়েছে তুলসী, আকন্দ  ও বেলপাতা। বেলপাতা ও আকন্দ হল মহাদেবের প্রিয়। তুলসী গাছ পুজো করলে সদয় হন লক্ষ্মী ও নারায়ণ।  ঠিক তেমনই অপরাজিতা ফুলের মাহাত্ম্যও রয়েছে। সাধারণত কালী ও শনিপুজোয় ব্যবহার করা হয় অপরাজিতা ফুল। এই ফুল শনির তো বটেই বিষ্ণুরও খুব প্রিয়। স্বাভাবিকভাবে এই ফুলের গাছ ঘরে লাগালে আসে সুখ ও সমৃদ্ধি। অর্থের অভাব থেকেও মেলে মুক্তি। কাটে শনি দোষও। তবে যেখানে সেখানে রাখলে শুভ ফল মেলে না। এটি কোন দিকে এবং কীভাবে রোপন করলে সর্বোত্তম ফল পাবেন?

অপরাজিতা ফুলে কী কী উপকার

 চাকরির জন্য- মনের মতো চাকরি পেতে চাইলে কাজে লাগতে পারে অপরাজিতা ফুল। ৫টি ফুলের উপর ৫টি ফিটকারি রাখুন। পরের দিন পার্সে রাখুন অপরাজিতা ফুলটি। চাকরির ইন্টারভিউে যাওয়ার সময় এটি নিয়ে যান। সাফল্য পাবেন।

আর্থিক সংকট থেকে মুক্তি- আর্থিক সংকট থাকলে সোম ও শনিবার জলে অপরাজিতার ৩টি ফুল ফেলুন। এই প্রতিকার টানা ৩ সপ্তাহ করতে হবে।  আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।

শনি দোষ থেকে মুক্তি- বাস্তু বিশেষজ্ঞরা বলেন, অপরাজিতা ফুল শনিদেবকে নিবেদন করলে শনির শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায়। শনিবার শনিদেবকে অপরাজিতা ফুল অর্পণ করুন। 

কোন দিকে রাখবেন অপরাজিতা গাছ? 

বাড়িতে অপরাজিতা গাছ রাখলে ইতিবাচক শক্তি প্রবেশ করে। এটি বাড়ির উত্তর দিকে রাখুন। ঘরে আসবে সুখ-সমৃদ্ধি। ভুল করেও এই গাছ দক্ষিণ বা পশ্চিম দিকে রাখবেন না। এমনবটা করলে গৃহকর্তা সমস্যায় পড়বেন।

কোন মাসে অপরাজিতা গাছ লাগাবেন?

বিষ্ণু ও শ্রীকৃষ্ণের প্রিয় গাছ অপরাজিতা। তাই এটি বিষ্ণুপ্রিয়া ও কৃষ্ণকান্ত নামেও পরিচিত। বাস্তু অনুসারে, অপরাজিতা লতা বৃদ্ধি পেলে ঘরের উন্নতি বাড়ে। সেই ঘরের মানুষরা এগিয়ে যান। অপরাজিতা গাছ ফেব্রুয়ারি-মার্চ মাসে রোপণ করলে শুভ পাবেন। সংসারে আসবে সমৃদ্ধি। 

আরও পড়ুন- সাবধান! আগামী পাঁচ মাস সামলে চলুন এই ৫ রাশি, মঙ্গলের রোষে হবে অমঙ্গল

Advertisement

POST A COMMENT
Advertisement