Vastu Tips For Ma Laxmi Kripa: নোংরা হাতে এই ৩টি জিনিস কখনও ছোঁবেন না, মা লক্ষ্মীর কৃপা থমকে যাবে

Vastu Tips For Ma Laxmi Kripa: শাস্ত্রে মা লক্ষ্মীকে ধন-সম্পদের অধিষ্ঠাত্রী দেবী বলা হয়। কিন্তু বাস্তুশাস্ত্র বলছে, অশুচি হাতে যদি কিছু নির্দিষ্ট জিনিস স্পর্শ করা হয়, তবে থেমে যায় দেবীর আশীর্বাদ। কোন তিনটি জিনিসে হাত দেওয়া একেবারেই নিষেধ, জানুন বিশদে।

Advertisement
নোংরা হাতে এই ৩টি জিনিস কখনও ছোঁবেন না, মা লক্ষ্মীর কৃপা থমকে যাবে

Vastu Tips For Ma Laxmi Kripa: হিন্দু শাস্ত্র মতে, মা লক্ষ্মী হলেন ধন ও সমৃদ্ধির দেবী। যার উপর তাঁর কৃপাদৃষ্টি থাকে, তার জীবনে কখনও অর্থ বা খাদ্যের অভাব হয় না। কিন্তু লক্ষ্মীর আশীর্বাদ যদি সরে যায়, তবে সবচেয়ে ধনী মানুষও দারিদ্র্যের মুখোমুখি হন।এমনটাই বলা হয়েছে পুরাণে।

বাস্তুশাস্ত্র অনুসারে, জীবনে ধনলাভের ধারাবাহিকতা বজায় রাখতে কিছু নিয়ম মানা জরুরি। বিশেষ করে, অশুচি হাতে তিনটি জিনিস কখনও ছোঁয়া উচিত নয়। কারণ এতে থেমে যেতে পারে লক্ষ্মী কৃপা।

১. টাকা বা টাকার স্থান
বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, খাওয়ার পর বা কোনও অশুচি জিনিস স্পর্শ করার পর কখনও টাকা বা যেখানে টাকা রাখা হয় সেই জায়গা হাত দেওয়া উচিত নয়। এমন অভ্যাস যাদের থাকে, তাঁদের ঘরে লক্ষ্মীর বাস থাকে না।
তাই টাকা, পার্স বা আলমারি, সবসময় পরিষ্কার হাতে ধরার নির্দেশ রয়েছে। এটি দেবী লক্ষ্মীর প্রতি শ্রদ্ধা ও শুচিতার প্রতীক হিসেবেও বিবেচিত।

২. লক্ষ্মী প্রতিমা বা ঘরের মন্দির
মা লক্ষ্মীর মূর্তি বা ঘরের মন্দির কখনও অশুচি হাতে স্পর্শ করা উচিত নয়। শাস্ত্র বলছে, এতে দেবী রুষ্ট হতে পারেন। তাঁর আশীর্বাদ পেতে হলে শরীর ও মন, দুই-ই শুদ্ধ থাকা প্রয়োজন। যদি ভুলবশত এমন ঘটে, তবে সঙ্গে সঙ্গে দেবী-দেবতাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়।

৩. তুলসী গাছ বা ধর্মগ্রন্থ
তুলসি মা লক্ষ্মীরই এক রূপ বলে মানা হয়। তাই তুলসি গাছ অশুচি হাতে ছোঁয়া গুরুতর অপরাধ হিসেবে ধরা হয়। যাঁরা এমন করেন, তাঁদের জীবনে অর্থলক্ষ্মীর কৃপা নষ্ট হয়ে যায়, এমনই বিশ্বাস। তুলসি পুজো বা তুলসিতে জল দেওয়ার আগে স্নান করা আবশ্যক। একইভাবে ধর্মগ্রন্থও শুচি হাতে ধরতে হয়। অশুচি হাতে তা স্পর্শ করলে দেবতাদের আশীর্বাদ নষ্ট হয় বলে বিশ্বাস।

 

POST A COMMENT
Advertisement