Vastu Tips : বাড়ির এই দিকে কখনওই বানাবেন না বাথরুম, থমকে যাবে আর্থিক শ্রীবৃদ্ধি

বাস্তু অনুসারে বাড়ির উত্তর-পূর্ব দিক হল কুবেরের স্থান। তাই সেখানে যে কোনও ধরনের নেতিবাচক শক্তি অর্থের আগমন বন্ধ করে দিতে পারে। তাই সেখানে শৌচাগার নির্মাণ করা কখনওই উচিত নয়। অনেক সময় আমরা জুতো বা কোনও ভারী আসবাবপত্র উত্তর-পূর্ব দিকে রাখি। এমনটাও করা উচিত নয়। এমনকি যদি কেউ তেমনটা করে থাকেন,  তবে সঙ্গে সঙ্গে তা সরিয়ে দেওয়া উচিত।

Advertisement
বাড়ির এই দিকে কখনওই বানাবেন না বাথরুম, থমকে যাবে আর্থিক শ্রীবৃদ্ধিপ্রতীকী ছবি
হাইলাইটস
  • মানুষের জীবনে বাস্তুর বিশেষ গুরুত্ব রয়েছে
  • বাস্তুর মোট পাঁচটি উপাদান
  • বাড়ির উত্তর দিকের দেওয়ালে আয়না রাখা উচিত

মানুষের জীবনে বাস্তুশাস্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাস্তু মানে ইতিবাচক উপায়ে শক্তিকে ফলপ্রসূ করা। আমরা বাস্তুর সাহায্যে শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। অর্থনৈতিক অগ্রগতি প্রত্যেক ব্যক্তির জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর সেক্ষেত্রে বাস্তুর একটি বিশেষ ভূমিকা থাকে, আর্থিক শ্রীবৃদ্ধিতে সহায়কও হয়। 

বাস্তুর পাঁচটি উপাদান হল অগ্নি, জল, আকাশ, বায়ু এবং পৃথিবী। এই উপাদানগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। একইসঙ্গে প্রত্যেক ব্যক্তিরও নিজের জীবনে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়। 

বাস্তু অনুসারে বাড়ির উত্তর-পূর্ব দিক হল কুবেরের স্থান। তাই সেখানে যে কোনও ধরনের নেতিবাচক শক্তি অর্থের আগমন বন্ধ করে দিতে পারে। তাই সেখানে শৌচাগার নির্মাণ করা কখনওই উচিত নয়। অনেক সময় আমরা জুতো বা কোনও ভারী আসবাবপত্র উত্তর-পূর্ব দিকে রাখি। এমনটাও করা উচিত নয়। এমনকি যদি কেউ তেমনটা করে থাকেন,  তবে সঙ্গে সঙ্গে তা সরিয়ে দেওয়া উচিত। 

বাড়ির উত্তর-পূর্ব দিক সবসময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে শক্তির সঠিক পরিমাপ হয়। সেখানে একটি আয়না বা কুবের যন্ত্র স্থাপন করা যেতে পারে। বাড়ির উত্তর দিকে যদি দেওয়াল থাকে, তাহলে সেখানে আয়না রাখতে পারেন। এমনটা করলে নতুন করে অর্থনৈতিক উন্নতির সুযোগ তৈরি হয়।

আরও পড়ুনএবার শিক্ষায় SKOCH অ্যাওয়ার্ড বাংলার, ট্যুইটে জানালেন মুখ্যমন্ত্রী


 

POST A COMMENT
Advertisement