প্রেমানন্দ মহারাজসারা পৃথিবীজুড়ে ছড়িয়ে রয়েছে বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের ভক্ত। তাঁর কাছে অগুনতি ভক্ত নিজের সমস্যা নিয়ে উপস্থিত হন। আর তাঁদের সকলের সমস্যার সমাধানও দেন মহারাজ। তিনি মাঝে মধ্যেই গীতা থেকে শুরু করে একাধিক ধর্মীয় গ্রন্থ পড়েও ভক্তদের শোনান। পাশাপাশি সেই সব গ্রন্থের কথা সাধারণের জন্য বিশ্লেষণ করে দেন। তাই প্রেমানন্দ মহারাজকে নিয়ে মানুষের মধ্যে একটা বিশেষ আগ্রহ অবশ্যই রয়েছে। অনেকেই তাঁর জীবনের ব্যক্তিগত বহু বিষয় জানতে চান। আর এই বিষয়টা মাথায় রেখেই সম্প্রতি তিনি নিজের ছোটবেলায় কথা বলেছেন।
ছোটবেলায় প্রেমানন্দ মহারাজের কী কী পছন্দ ছিল?
সম্প্রতি একজন ভক্ত প্রেমানন্দ মহারাজকে জিজ্ঞেস করেন, ছোটবেলায় আপনার কী কী প্রিয় ছিল? এই প্রশ্নের উত্তরে বাবা বলেন, 'ছোটবেলায় সবথেকে প্রিয় ছিল মা। মাকেই ভালোবাসতাম। মায়ের সঙ্গে খুবই প্রেম ছিল। আর খাবারের মধ্যে মিষ্টি প্রিয় ছিল। খেলার মধ্যে প্রিয় ছিল কুস্তি। ভগবানের মধ্যে শিব প্রিয় ছিল।'
কেন মহারাজের দিকে আকৃষ্ট হন মানুষ
প্রেমানন্দ মহারাজের প্রবচনের দিকে তাকিয়ে থাকেন অসংখ্য ভক্ত। সেখানে উপস্থিত হওয়ার জন্য অপেক্ষা করেন দিনের পর দিন। কারণ, এই অনুষ্ঠানে তিনি কথোপকথন চালান। ভক্তরা তাঁকে প্রশ্ন করতে পারেন। তিনি তাঁর উত্তর দেন। এখানেই শেষ নয়, তিনি ঈশ্বর থেকে শুরু করে ভক্তি, ধর্ম এবং সৎকর্ম নিয়ে কথা বলেন। পাশাপাশি তিনি প্রেম, বৈরাগ্য, রাধা নাম করার মাহাত্মও জানান। আর ওঁনার উপদেশ শুনতেই লাখ লাখ লোক অপেক্ষা করতে থাকেন। নেতা থেকে শুরু করে অভিনেতা, খেলোয়াড়, সবাই রয়েছেন তাঁর ভক্তের তালিকায়।
কীভাবে মানুষের সমস্যার সমাধান দেন প্রেমানন্দ মহারাজ?
প্রেমানন্দ মহারাজ শুধু নিজের কথা বলে যান না। বরং ভক্তদের কথাও শোনেন। প্রশ্নের উত্তর দেন। তাঁর কাছে আধ্যাত্মিকতা থেকে শুরু করে জীবনের সমস্যা, যে কোনও বিষয় নিয়ে প্রশ্ন করা যায়। আর তিনি সব বিষয়েই অকপট জবাব দেন। এছাড়া তিনি নিজের বক্তব্যের মাধ্যমে রাধা কৃষ্ণকে ভক্তি করতে শেখান। তাই তিনি ভক্তদের কাছের মানুষ, মনের মানুষ। আর সেই মহারাজই বর্তমানে নিজের ছোটবেলার ভালবাসার কথা তুলে ধরলেন।