Tulsi Puja: ঘোর অমঙ্গল হতে পারে সংসারে, এই সময় জল দেবেন না তুলসীতে

হিন্দু ধর্মে তুলসীকে ভীষণই পবিত্র বলে মনে করা হয়। এই গাছ অত্যন্ত শুভ। আর এটি কেবল একটি গাছ নয়, এটি মা লক্ষ্মীর স্বরূপ। শুধু তাই নয়, এই গাছ ভগবান বিষ্ণুরও প্রিয়। তাই মনে করা হয়, যেই বাড়িতে তুলসীর পুজো করা হয়, সেই সংসারে সমৃদ্ধি আসে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, তুলসীতে নিয়মিত জল দেওয়া উচিত নয়। কিছু কিছু সময় এটা করার ফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে জীবনে। তাই সেই সব সময়ে তুলসীতে জল দেওয়া একবারেই উচিত নয়।

Advertisement
ঘোর অমঙ্গল হতে পারে সংসারে, এই সময় জল দেবেন না তুলসীতেতুলসী পুজো
হাইলাইটস
  • হিন্দু ধর্মে তুলসীকে ভীষণই পবিত্র বলে মনে করা হয়
  • এটি কেবল একটি গাছ নয়, এটি মা লক্ষ্মীর স্বরূপ
  • শুধু তাই নয়, এই গাছ ভগবান বিষ্ণুরও প্রিয়

হিন্দু ধর্মে তুলসীকে ভীষণই পবিত্র বলে মনে করা হয়। এই গাছ অত্যন্ত শুভ। আর এটি কেবল একটি গাছ নয়, এটি যে মা লক্ষ্মীর স্বরূপ। শুধু তাই নয়, এই গাছ ভগবান বিষ্ণুরও প্রিয়। তাই মনে করা হয়, যেই বাড়িতে তুলসীর পুজো করা হয়, সেই সংসারে সমৃদ্ধি আসে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, তুলসীতে নিয়মিত জল দেওয়া উচিত নয়। কিছু কিছু সময় এটা করার ফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে জীবনে। তাই সেই সব সময়ে তুলসীতে জল দেওয়া একবারেই উচিত নয়।

গ্রহণের সময় দেবেন না

অনেকেই গ্রহণের সময়ও তুলসীতে জল দেন। আর এটা আধ্যাত্মিক মতে বিশেষভাবে খারাপ। তাতে জীবনে বড় সমস্যা দেখা দিতে পারে।

তাই সূর্য এবং চন্দ্রগ্রহণের সময় তুলসীতে জল দেবেন না। আসলে এই সময় নেতিবাচক শক্তি বেশি সক্রিয় থাকে। যার ফলে তুলসী গাছে জল দিলে বিপদ হতে পারে। ঘরে অমঙ্গল হতে পারে। তাই এই বিষয়টা নিয়ে সাবধান হন। তার বদলে গ্রহণ শুরু হওয়ার আগেই খাবারের উপর তুলসী দিন। তাতে শুভ ফল পাবেন। কোনও সমস্যা হবে না।

রবিবার জল দেওয়া

অনেকেই রবিবার তুলসী গাছে জল দেন। আর নিজেই বিপদ ডেকে আনেন। আসলে রবিবার হল ভগবান বিষ্ণুর দিন। আর এ দিন তুলসী নির্জলা উপোস রাখে। তাই এ দিন গাছে জল দিলে দেবীর ব্রত ভঙ্গ হয়। আর সেটাই অশুভ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার বদলে রবিবার তুলসী মন্ত্র যপ করুন। এছাড়া তুলসীর স্তুতি করতে পারেন। তাতেই সমস্যার হবে সমাধান।

তুলসী পুজোর কিছু নিয়ম

মাথায় রাখবেন, রাতে কোনও ভাবেই তুলসী গাছে জল দেওয়া যাবে না। কারণ, এটা সূর্যদেবের সঙ্গে সম্পর্কিত একটি গাছ। এই গাছ রাতে বিশ্রাম নেয়। এছাড়া তুলসীকে কোনও ভাবেই কাঁচি বা ছুরি দিয়ে কাটবেন না। তাতে সমস্যা তৈরি হতে পারে জীবনে। নেমে আসতে পারে দুর্ভোগ। তার বদলে হাত দিয়ে পাতা ছিড়ে নিন। তাতে কোনও অমঙ্গল হবে না।

Advertisement

এখানেই শেষ নয়, তুলসীর আশপাশে নোংরা বা জুতো-চপ্পল পরে যাবেন না। খালি পায়ে যান। এছাড়া ঘরের উত্তর, পূর্ব বা উত্তরপূবে রাখুন তুলসী গাছ রাখুন। তাতেই কৃপা পাবেন।

 

POST A COMMENT
Advertisement