scorecardresearch
 

Bajrangbali Photo at Home: বাড়িতে কিছু একটা অশুভ শক্তি টের পাচ্ছেন? বজরংবলীর ছবি রাখলেই মোক্ষম কাজ

বিশেষ করে, মঙ্গলবার এবং শনিবার অনেকেই হনুমানজির পুজো দেন। বিশ্বাস করা হয়, হনুমানজির পুজো করলে জীবন থেকে সবরকম সঙ্কট দূর হয়ে যায়। সব বাধা-বিপত্তি কেটে যায়। ঘরে সুখ-শান্তি বিরাজ করে। বাড়িতেও হনুমানজির পুজো করা শুভ। ঘরে বজরংবলীর ছবি রাখলে তা খুবই ভাল। মনে করা হয়, যে বাড়িতে হনুমানজির ছবি থাকে এবং নিয়মিত তাঁর পুজো করা হয়, সেই বাড়িতে সুখ-শান্তি বজায় থাকে।

Advertisement
বাড়িতে হনুমানজির ছবি রাখা শুভ। বাড়িতে হনুমানজির ছবি রাখা শুভ।
হাইলাইটস
  • মঙ্গলবার এবং শনিবার অনেকেই হনুমানজির পুজো করেন।
  • বিশ্বাস করা হয়, হনুমানজির পুজো করলে জীবন থেকে সবরকম সঙ্কট দূর হয়ে যায়।
  • যে বাড়িতে হনুমানজির ছবি থাকে এবং নিয়মিত তাঁর পুজো করা হয়, সেই বাড়িতে সুখ-শান্তি বজায় থাকে।

রামভক্ত হনুমানজি বা বজরংবলীর মহিমার কথা সর্বজনবিদিত। সদ্য অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করা হয়েছে। প্রাণপ্রতিষ্ঠা করা হয়েছে রামলালার। এই আবহে আলোচনায় উঠে এসেছেন হনুমানজিও। হিন্দু ধর্মে হনুমানজিকে জাগ্রত দেবতা বলে মনে করা হয়। কথিত রয়েছে, হনুমানজিকে মন-প্রাণে ডাকলে তিনি সাড়া দেন। অনেকেই তাই নিয়মিত বজরংবলীর আরাধনা করেন। 

বিশেষ করে, মঙ্গলবার এবং শনিবার অনেকেই হনুমানজির পুজো করেন। বিশ্বাস করা হয়, হনুমানজির পুজো করলে জীবন থেকে সবরকম সঙ্কট দূর হয়ে যায়। সব বাধা-বিপত্তি কেটে যায়। ঘরে সুখ-শান্তি বিরাজ করে। বাড়িতেও হনুমানজির পুজো করা শুভ। ঘরে বজরংবলীর ছবি রাখলে তা খুবই ভাল। মনে করা হয়, যে বাড়িতে হনুমানজির ছবি থাকে এবং নিয়মিত তাঁর পুজো করা হয়, সেই বাড়িতে সুখ-শান্তি বজায় থাকে। পাশাপাশি, শনিদোষ, ভূত-পিশাচের ভয়, দোষ থাকে না। 

তবে হনুমানজির ছবি বাড়িতে রাখার কিছু নিয়ম রয়েছে। ঘরে কোন জায়গায় হনুমানজির ছবি রাখা উচিত, তা জানা জরুরি। ভুল জায়গায় ছবি রাখলে তা ভাল নয়। তা হলে জেনে নিন, বাড়িতে কোথায় হনুমানজির ছবি রাখবেন...

আরও পড়ুন

* ঘর থেকে নেতিবাচক শক্তিকে দূর করতে ঘরে হনুমানজির শক্তি প্রদর্শনের মুদ্রায় ছবি লাগান। 

* বাড়ির প্রবেশদ্বারের উপর পঞ্চমুখী হনুমানের ছবি লাগাতে পারে। এতে ঘরে কোনও খারাপ শক্তি প্রবেশ করতে পারে না। ভূত-প্রেত থেকে বাঁচার জন্য এই ছবি রাখা শুভ।

* বাস্তু মতে, যে বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি থাকে, সেখানে সব বাধা-বিপত্তি দূর হয়ে যায়। পরিবারে ধন-সম্পদ বাড়ে।

* বেডরুমে হনুমানজির ছবি রাখবেন না। বাড়ির ঠাকুরঘরে রাখতে পারেন হনুমানজির ছবি। 

* বাড়ির বৈঠকখানায় রাম দরবারের ছবি রাখতে পারে। পঞ্চমুখী হনুমানের ছবিও রাখতে পারেন। 

Advertisement

* পর্বত তুলে রাখা হনুমানের ছবি রাখলেও ভাল। এতে পরিবারের সদস্যদের মধ্যে সাহস, বল, বিশ্বাস বাড়ে। 

* উড়ন্ত হনুমানের ছবি বাড়িতে রাখলে সাফল্য আসে। উন্নতি হয় জীবনে। 

* রাম ভজন করতে থাকা বজরংবলীর ছবি রাখলে ভক্তি-বিশ্বাস বাড়ে। 

 

Advertisement