scorecardresearch
 

Vastu Tips: বাড়ির এই জায়গায় ওষুধ রাখলেই বিপদ, রোগ সারতেই চাইবে না

অনেকেই আলমারির ড্রয়ারে ওষুধ রাখেন। আবার কেউ বাক্সের মধ্যে ওষুধ রাখেন। তবে বাস্তু মতে কোথায় এবং বাড়ির কোন দিকে ওষুধ রাখা উচিত? তা জেনে নিন...

Advertisement
বাড়িতে কোথায় ওষুধ রাখা ভাল, জানুন। বাড়িতে কোথায় ওষুধ রাখা ভাল, জানুন।
হাইলাইটস
  • প্রত্যেক বাড়ির বাস্তু থাকে। যা মেনে চলা খুবই জরুরি।
  • ভুল জায়গায় জিনিস রাখলে তার খারাপ প্রভাব পড়তে পারে সংসারে।
  • বাস্তু মতে কোথায় এবং বাড়ির কোন দিকে ওষুধ রাখা উচিত?

জীবনে চলার পথে অনেক সময়ই নানা রোগ-জ্বালা আমাদের ঘিরে ধরে। আর রোগের হাত থেকে রেহাই পেতে আমাদের ওষুধের উপর ভরসা করতে হয়। প্রত্যেকের বাড়িতেই কম-বেশি প্রয়োজনীয় ওষুধ রাখা থাকে। তবে এই ওষুধ ঘরে কোথায় রাখা উচিত, এই নিয়ে অনেকেই ধন্দে পড়েন। 

প্রত্যেক বাড়ির বাস্তু থাকে। যা মেনে চলা খুবই জরুরি। বাড়ির বাস্তু ঠিক না হলে সব কিছুই এলোমেলো হয়ে যাবে। তাই বাড়িতে বাস্তু ঠিক রয়েছে কি না, তা যাচাই করে দেখা উচিত। পাশাপাশি, আসবাবপত্র, টিভি বাড়িতে কোন দিকে রাখবেন, তা-ও বাস্তু মতে জানা দরকার। ভুল জায়গায় জিনিস রাখলে তার খারাপ প্রভাব পড়তে পারে সংসারে। একই রকম ভাবে বাড়ির কোন জায়গায় ওষুধ রাখবেন, বাস্তু মতে সেটাও জানা জরুরি। 

অনেকেই আলমারির ড্রয়ারে ওষুধ রাখেন। আবার কেউ বাক্সের মধ্যে ওষুধ রাখেন। তবে বাস্তু মতে কোথায় এবং বাড়ির কোন দিকে ওষুধ রাখা উচিত? তা জেনে নিন...

আরও পড়ুন

বাড়ির কোথায় ওষুধ রাখবেন না?

* বাস্তু মতে, বাড়ির উত্তর এবং পশ্চিম দিকে ওষুধ রাখবেন না। এই দিকে ওষুধ রাখলে অসুখ সারতে চায় না। 

* ঘরের দক্ষিণ পূর্ব দিক এবং দক্ষিণ দিকেও ওষুধ রাখা উচিত নয়। 

* রান্নাঘরে কখনওই ওষুধ রাখবেন না। বাড়িতে বাস্তু দোষ হতে পারে। 

* বিছানার মাথার দিকে ওষুধ রাখবেন না।
 
* পড়ার টেবিলেও ওষুধ রাখা উচিত নয়। এতে দুর্ভাগ্য হতে পারে। 

বাড়ির এ সব জায়গায় ওষুধ রাখলে খারাপ প্রভাব পড়ে বাড়িতে। তাই ঘরে সঠিক জায়গায় ওষুধ রাখা উচিত। 

বাড়ির কোথায় ওষুধ রাখবেন?

বাস্তু মতে, বাড়ির উত্তর-পূর্ব দিকে ওষুধ রাখুন। এই জায়গায় ওষুধ রাখলে উপকার পাওয়া যাবে। রোগ-জ্বালা কম হবে। 
 

Advertisement

TAGS:
Advertisement