scorecardresearch
 

Vastu Tips: বাড়ির এই দিকে ঘড়ি লাগালেই কপাল খুলবে, জানুন নিয়ম

বাড়ির সুখ-শান্তি বজায় রাখতে বাস্তুশাস্ত্র মেনে চলা জরুরি। বাস্তু মনে কোন জিনিস বাড়ির কোথায় রাখবেন, তা জানা জরুরিু। অনেক সময় আমরা নিজেদের মতো করে ঘর সাজাই। বাস্তু মেনে ঘর না সাজালে নানা সমস্যা হতে পারে। তেমনই দেওয়াল ঘড়ি বাড়ির কোনখানে লাগানো ভাল আর কোন জায়গায় লাগানো উচিত নয়, তা জানা জরুরি।

Advertisement
বাড়ির কোন দিকে ঘড়ি রাখা উচিত, জেনে নিন। বাড়ির কোন দিকে ঘড়ি রাখা উচিত, জেনে নিন।
হাইলাইটস
  • বাড়ির সুখ-শান্তি বজায় রাখতে বাস্তুশাস্ত্র মেনে চলা জরুরি।
  • ঘরের অন্দরসজ্জা বাড়াতে আমরা নানা ধরনের দেওয়াল ঘড়ি লাগাই।
  • বাস্তু মেনে ঘর না সাজালে নানা সমস্যা হতে পারে।

সকলের বাড়িতেই ঘড়ি থাকে। বাজারে নানা রকমের ঘড়ি পাওয়া যায়। দেওয়াল ঘড়ি আবার টেবিল ক্লক। প্রত্যেকের বাড়িতেই দেওয়াল ঘড়ি থাকে। ঘড়ি না দেখলে তো কোনও কাজই করা যায় না। সময় মেনে চলতে গেলে ঘড়ি লাগেই। 

বাড়ির শোভা বাড়ায় দেওয়াল ঘড়ি। আজকাল বাজারে কত রকমেরই দেওয়াল ঘড়ি রয়েছে। ঘরের অন্দরসজ্জা বাড়াতে আমরা নানা ধরনের দেওয়াল ঘড়ি লাগাই। কখনও ডাইনিং রুমে আবার কখনও ড্রয়িং রুমে ঘড়ি লাগাই। বাস্তু মতে, বাড়ির সঠিক জায়গায় ঘড়ি না রাখলে নানা সমস্যা হতে পারে। আর সঠিক জায়গায় ঘড়ি লাগালেই সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে সংসার।

বাড়ির সুখ-শান্তি বজায় রাখতে বাস্তুশাস্ত্র মেনে চলা জরুরি। বাস্তু মনে কোন জিনিস বাড়ির কোথায় রাখবেন, তা জানা জরুরিু। অনেক সময় আমরা নিজেদের মতো করে ঘর সাজাই। বাস্তু মেনে ঘর না সাজালে নানা সমস্যা হতে পারে। তেমনই দেওয়াল ঘড়ি বাড়ির কোনখানে লাগানো ভাল আর কোন জায়গায় লাগানো উচিত নয়, তা জানা জরুরি। তা হলে জেনে নিন, বাস্তু মতে বাড়ির কোনখানে দেওয়াল ঘড়ি রাখবেন...

আরও পড়ুন

ঘরের ঘড়ি রাখবেন কী ভাবে?

* বাস্তু মতে, বাড়ির উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে ঘড়ি রাখা শুভ। 

* ঘরের উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে ঘড়ি রাখলে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। সংসারে সুখ-শান্তি বজায় থাকবে।

* কখনও বাড়ির দক্ষিণ দিকে ঘড়ি রাখবেন না। এই দিকে ঘড়ি রাখা অশুভ। 

* বাড়ির দেওয়াল ঘড়ি সবসময় চালু রাখবেন। ব্যাটারি শেষ হলে সঙ্গে সঙ্গে বদলান। বন্ধ অবস্থায় ঘড়ি রাখা উচিত নয়। 

* বাস্তু মতে, ঘরে সবসময় গোলাকার আকৃতির ঘড়ি লাগানো উচিত। 

Advertisement

* বাড়ির মূল দরজার উপরে কখনওই ঘড়ি রাখবেন না। 

* খারাপ বা ভাঙা ঘড়ি ঘরে রাখবেন না। 

TAGS:
Advertisement