scorecardresearch
 

Shivratri 2024: শিবরাত্রিতে এটা খেলেই রুষ্ট হবেন মহাদেব, কোন খাবার খাবেন? জানুন

হাতে আর মাত্র ক'দিন। তারপরেই শিবরাত্রি। আগামী শুক্রবার, ৮ মার্চ মহাশিবরাত্রি। কথিত রয়েছে, এই পুণ্যতিথিতেই পার্বতীর সঙ্গে বিয়ে হয়েছিল শিবের। তাই শিবরাত্রি খুবই পবিত্র বলে মনে করা হয়। মনে করা হয়, এই দিনে নিয়ম মেনে শিবের পুজো করলে শুভ ফল পাওয়া যায়। অনেকেই শিবরাত্রিতে উপোস করে থাকেন। তারপরে শিবের পুজো করে ব্রত ভাঙেন। 

Advertisement
৮ মার্চ মহাশিবরাত্রি। ৮ মার্চ মহাশিবরাত্রি।
হাইলাইটস
  • আগামী শুক্রবার, ৮ মার্চ মহাশিবরাত্রি।
  • মনে করা হয়, এই দিনে নিয়ম মেনে শিবের পুজো করলে শুভ ফল পাওয়া যায়।
  • অনেকেই শিবরাত্রিতে উপোস করে থাকেন।

হাতে আর মাত্র ক'দিন। তারপরেই শিবরাত্রি। আগামী শুক্রবার, ৮ মার্চ মহাশিবরাত্রি। কথিত রয়েছে, এই পুণ্যতিথিতেই পার্বতীর সঙ্গে বিয়ে হয়েছিল শিবের। তাই শিবরাত্রি খুবই পবিত্র বলে মনে করা হয়। মনে করা হয়, এই দিনে নিয়ম মেনে শিবের পুজো করলে শুভ ফল পাওয়া যায়। অনেকেই শিবরাত্রিতে উপোস করে থাকেন। তারপরে শিবের পুজো করে ব্রত ভাঙেন। 

শিবরাত্রির দিন কোন খাবার খাবেন আর কোন খাবার খাবেন না, তা জানা জরুরি। তা হলে জেনে নিন, কী কী খাওয়া যায়...

* জ্যোতিষ মতে, শিবরাত্রিতে সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। এই দিনে ফল খেতে পারেন। 

আরও পড়ুন

* শিবরাত্রিতে মিষ্টি আলু খাওয়া শুভ বলে মনে করা হয়। 

* শিবরাত্রিতে চা, দুধ, দই খেতে পারেন।

* এছাড়া লুচি বা নোনতা খাবার খেতে পারেন শিবরাত্রিতে। 

* যাঁরা শিবরাত্রিতে উপবাস করবেন, তাঁরা ভুলেও এই দিন চাল, ডাল, গমের তৈরি কোনও খাবার খাবেন না। 

*এদিন রসুন, পেঁয়াজ, মাংস খাওয়া ঠিক নয়। 

* শিবরাত্রিতে মদ্যপান করবেন না। 


শিবরাত্রিতে পুজোর সময় কখন?

বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী, বছরের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়। ধমীয় বিশ্বাস, এই শুভ তিথিতেই বিয়ে হয়েছিল শিব-পার্বতীর। তাই শিবের আরাধনার জন্য এই দিনটি খুবই শুভ। এ বছর ৮ মার্চ শুক্রবার শিবরাত্রি। ৮ মার্চ রাত ৯টা ৫৭ মিনিট থেকে ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী পড়বে। ৯ মার্চ সন্ধ্যা ৬টা ১৭ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি।


কী করলে তুষ্ট হবেন মহাদেব?

 * প্রতিদিন শিবলিঙ্গে ৫টি করে চাল নিবেদন করুন। এতে ভগবান শিবের আশীর্বাদ লাভ করা যায়। এর ফলে জীবনে কখনও অর্থাভাব হয় না। 

Advertisement

* জ্যোতিষ মতে, প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা চাল নিবেদন করুন। এতে মনোবাসনা পূর্ণ হয় বলে বিশ্বাস।

 * প্রতি সোমবার শিবের আরাধনা করলে ফল পাওয়া যায়।

 * ১১ মুঠি অখণ্ড কাঁচা চাল শিবলিঙ্গে নিবেদন করলে উপকার পাবেন। পুজো শেষে এই চাল কোনও দরিদ্র কাউকে দান করুন। 

* রোজ শিবলিঙ্গে ৫টি করে চাল নিবেদন করলে হর-গৌরীর আশীর্বাদ পাওয়া যায়। ফলে শিব-পার্বতীর আশীর্বাদে সংসারে সুখ-সমৃদ্ধি আসে।

Advertisement