Who is Premanand Ji Maharaj: ভারতের অন্যতম শ্রদ্ধেয় ধর্মগুরু প্রেমানন্দ জি মহারাজ। বৃন্দাবনের রাধা কেলি কুঞ্জে তাঁর আশ্রম।গত বেশ কয়েকদিন যাবত গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। কিডনি পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে। নিয়মিত ডায়ালিসিস চলছে।তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তায় ভক্তরা। কেউ কেউ নিজের কিডনি পর্যন্ত দিতে চেয়েছেন গুরুজিকে। কিন্তু প্রেমানন্দজি তা প্রত্যাখ্যান করেছেন। বলেছেন, 'আমি কারও শারীরিক কষ্টের কারণ হতে চাই না।'
প্রেমানন্দ মহারাজ কে?
সন্ন্যাস জীবনের পূর্বে, তাঁর নাম ছিল অনিরুদ্ধ কুমার পাণ্ডে। উত্তরপ্রদেশের কানপুরে জন্ম। মাত্র ১৩ বছর বয়সে সংসার ত্যাগ করেন। তখনই যোগ দেন বৃন্দাবনের রাধাবল্লভী সম্প্রদায়ে। সেই থেকেই তিনি ভগবান রাধাকৃষ্ণের সেবায় নিজেকে সমর্পণ করেন।
প্রথম জীবনে তিনি বারাণসীর গঙ্গাতীরে ধ্যান করতেন। সন্ন্যাসী ও সাধুদের সংস্পর্শে থেকে জ্ঞানে সমৃদ্ধ হন। পরে বৃন্দাবনে এসে স্থায়ী আশ্রম গড়ে তোলেন। তাঁর মূলমন্ত্র হল ভালোবাসা, সাধারণ জীবনযাপন আর ভগবানের প্রতি নিজেকে সম্পূর্ণ সমপর্ণ।
প্রেমানন্দজি মহারাজ ভক্তি যোগের অনুগামী। তিনি ‘রসিক’ ভাবধারার সাধক। তাঁর উপদেশে বারবার রাধা-কৃষ্ণের চিরন্তন প্রেমের নানা ঘটনা উঠে আসে। তিনি ব্রহ্মচর্য, সারল্য ও জাগতিক আকাঙ্ক্ষা থেকে দূরে থাকার উপরে জোর দেন।
বিরাট কোহলিও তাঁর ভক্ত
বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, হেমা মালিনী, আশুতোষ রানা-সহ বহু তারকা তাঁর আশ্রমে এসেছেন। ভক্তদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল পরিবারের মতোই ঘনিষ্ঠ। প্রতিদিন রাত দু'টোয় তিনি বৃন্দাবনে পদযাত্রা করতেন। সেই মিছিলে হাজির থাকতেন হাজার হাজার মানুষ।
শারীরিক অসুস্থতা
দীর্ঘদিন ধরেই তিনি পলিসিস্টিক কিডনি ডিজিজে ভুগছেন। প্রায় ২০ বছর ধরেই চলছে ডায়ালিসিস। আগে সপ্তাহে এক-দু’বার হত। এখন প্রায় প্রতিদিনই চলছে। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। শরীর ফুলে যাওয়া ও লালচে ভাব দেখে উদ্বিগ্ন চিকিত্সকরা।
ধর্মের সীমা পেরিয়ে অনুগামী
প্রেমানন্দজির জন্য শুধু হিন্দু নন, মুসলিম ভক্তরাও প্রার্থনা করছেন। সৌদি আরবের মদিনায় সুফিয়ান আলাহাবাদি নামে এক ভক্ত তাঁর ছবিসহ 'দোয়া' করেছেন। বলেছেন, 'উনি খুব ভাল মানুষ। আল্লাহ যেন তাঁকে আরোগ্য দান করেন।'
গুরুতর শারীরিক কষ্টের মধ্যেও প্রেমানন্দ মহারাজ বরাবর সকলকে শান্তি, প্রেম আর মানবতার বার্তা দিয়ে এসেছেন। আর তার মাধ্যমেই তিনি নিঃস্বার্থ ভালবাসা ও ভক্তিভাবের গুরুত্ব বুঝিয়েছেন লাখ লাখ অনুগামীকে।