scorecardresearch
 

Saraswati Puja 2024: মা সরস্বতীকে এই জিনিস দিলেই পরীক্ষায় বেশি নম্বর মিলবে, জানুন পুজোর নিয়ম

কিছু নিয়ম মেনে সরস্বতী পুজো করলে উপকার পাওয়া যায়। ঘরে ঘরে এই পুজো হয়। আবার স্কুল, কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। সরস্বতী পুজোর দিন নিয়ম মেনে অঞ্জলি দেন সকলে। মনে করা হয়, সরস্বতী পুজো মন থেকে ভক্তি ভরে প্রার্থনা করলে প্রসন্ন হন দেবী। 

Advertisement
১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজো। ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজো।
হাইলাইটস
  • বিদ্যার দেবী সরস্বতী।
  • কিছু নিয়ম মেনে সরস্বতী পুজো করলে উপকার পাওয়া যায়।
  • প্রত্যেক রাশির জাতকদের জন্য সরস্বতী পুজোর আলাদা আলাদা নিয়ম রয়েছে।

বিদ্যার দেবী সরস্বতী। প্রতি বছর নিয়ম করে সরস্বতী পুজো করা হয়। বিশেষত, পড়ুয়ারা সক্রিয় ভাবে অংশ নেয় এই পুজোয়। বসন্ত পঞ্চমীতে জ্ঞানের দেবী মা সরস্বতীর আরাধনা করা হয়। এই বছর সরস্বতী পুজো পড়েছে ১৪ ফেব্রুয়ারি বুধবার। 

কিছু নিয়ম মেনে সরস্বতী পুজো করলে উপকার পাওয়া যায়। ঘরে ঘরে এই পুজো হয়। আবার স্কুল, কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। সরস্বতী পুজোর দিন নিয়ম মেনে অঞ্জলি দেন সকলে। মনে করা হয়, সরস্বতী পুজো মন থেকে ভক্তি ভরে প্রার্থনা করলে প্রসন্ন হন দেবী। 

জ্যোতিষ মতে, রাশি অনুযায়ী সরস্বতীর আরাধনা করলে শুভ ফল পাওয়া যায়। প্রত্যেক রাশির জাতকদের জন্য সরস্বতী পুজোর আলাদা আলাদা নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে পুজো করলে উপকার পাওয়া যায়। তা হলে জেনে নিন, আপনার রাশি অনুযায়ী সরস্বতী পুজো কেমন করে করবেন...

আরও পড়ুন

মেষ রাশি (Aries):
জ্যোতিষ মতে, মেষ রাশির জাতকরা সরস্বতী পুজোর দিন লাল রঙের কলম ঠাকুরের কাছে রাখা উচিত। 


বৃষ রাশি (Taurus):
সরস্বতী পুজোর সময় দেবীর কাছে সুগন্ধী আতর দিতে হবে এই রাশির জাতকদের। মিষ্টিও দিতে পারেন। 

মিথুন (Gemini):

মিথুন রাশির জাতকরা মা সরস্বতীকে সবুজ বস্ত্র পরান। তা হলে উপকার পাবেন। 

কর্কট(Cancer):
জ্যোতিষ মতে, সরস্বতী পুজোর সময় ঠাকুরকে হলুদ মিষ্টি দিন কর্কট রাশির জাতকরাষ তা হলে উপকৃত হবেন। 


সিংহ (Leo):

সরস্বতী পুজোর সময় দেবীকে হলুদ ফল নিবেদন করুন। তা হলে ফল পাবেন সিংহ রাশির জাতকরা। 

কন্যা (Virgo): 

সরস্বতী প্রতিমার হাতে রাখা বইটি স্পর্শ করুন পুজোর দিন। এদিন শিবলিঙ্গে জল দিতে পারেন। 

Advertisement

তুলা (Libra):

সরস্বতী পুজোয় ফল অর্পণ করুন। কলসিতে জল ভরে মা সরস্বতীর কাছে রাখুন। 

বৃশ্চিক (Scorpio): 

সরস্বতী পুজোর দিন দেবীকে হলুদ মিষ্টি নিবেদন করুন। 

ধনু (Sagittarius):
 মা সরস্বতীকে লাল ফুল অর্পণ করা উচিত। এটা করলে মা সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায়। 

মকর (Capricorn): 

সরস্বতী পুজো করার সময় ফলের রস নিবেদন করুন। তা হলে উপকৃত হবেন। 

কুম্ভ (Aquarius): 

সরস্বতী পুজোয় সবুজ বা হলুদ রঙের মিষ্টি নিবেদন করলে উপকৃত হবেন কুম্ভ রাশির জাতকরা। 

মীন (Pisces): 
সরস্বতী পুজোয় দেবীকে সাদা মিষ্টি এবং দুধ নিবেদন করলে মীন রাশির জাতকরা উপকৃত হবেন।

জ্যোতিষ মতে, রাশি অনুযায়ী সরস্বতী পুজো করলে, পরীক্ষায় সফল হতে পারবেন পরীক্ষার্থীরা। যাঁরা উচ্চশিক্ষায় যুক্ত, তাঁরাও সফল হবেন। 
 

Advertisement