scorecardresearch
 

Shani Pradosh Vrat 2022: সূর্যাস্তের পর এভাবে শিব ও শনিদেবের ব্রত পালনে দূর হবে সমস্ত বাধা-বিপত্তি

Shani Pradosh Vrat 2022: এই উপবাসে প্রদোষ মুহুর্তে শিবের পুজো করার নিয়ম। তবে এদিন যারা সেই সঙ্গে শনিদেবের পুজো করেন, তাদের জীবনের সংকট দূর হয়।

Advertisement
দেবাদিদেব শিব ও গ্রহরাজ শনি দেবাদিদেব শিব ও গ্রহরাজ শনি
হাইলাইটস
  • শুক্লা ও কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে প্রদোষ ব্রত হয়।
  • প্রতি মাসে দু'বার প্রদোষ ব্রত আসে।
  • নিষ্ঠা করে এই ব্রত পালনে সংকট মোচন হয়।

Shani Pradosh Vrat 2022: শুক্লা ও কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে প্রদোষ ব্রত হয়। প্রতি মাসে দু'বার প্রদোষ ব্রত (Pradosh Vrat) আসে। শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি শনিবার হলে, একে শনি প্রদোষ ব্রত বলা হয় (Shnai Pradosh Vrat)। এই উপবাসে প্রদোষ মুহুর্তে শিবের (Lord Shiva) পুজো করার নিয়ম। তবে এদিন যারা সেই সঙ্গে শনিদেবের (Shani Dev) পুজো করেন, তাদের জীবনের সংকট দূর হয়।

শনি প্রদোষ ব্রতের দিনক্ষণ 

* ১৪ জানুয়ারি পৌষ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে শনি প্রদোষ ব্রত পালন হবে। 

* শুভ সময় শুরু হচ্ছে রাত ১০.১৯ মিনিটে। এই তিথি শেষ হবে পরের দিন ১৫ জানুয়ারি গভীর রাতে ১২.৫৭ মিনিটে। 

* শনি প্রদোষ ব্রত ১৫ জানুয়ারি উদয়তিথিতে রাখা হবে। 

* ১৫ জানুয়ারি বিকেল ০৫:৪৬ থেকে ০৮:২৮ পর্যন্ত প্রদোষ কালের সময় কেউ ভগবান শিবের উপাসনা করতে পারেন।

আরও পড়ুন:  উল্টো পথে হাঁটবে বুধ! বিপদ এড়াতে সাবধানে থাকতে হবে এই ৫ রাশিকে

 

Worship Shani dev and Lord Shiva after sunset on Shani Pradosh Vrat 2022

শনি প্রদোষ ব্রতের গুরুত্ব

পুরাণ অনুসারে, এই উপবাস পালন করলে দীর্ঘ জীবনের বর পাওয়া যায়। যদিও প্রদোষ ব্রতকে ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য বিশেষ মনে করা হয়, তবে যারা শনি প্রদোষ উপবাস পালন করেন তারা শিবের পাশাপাশি শনির বিশেষ আশীর্বাদ পান। তাই এই দিনে শিবের পাশাপাশি শনিদেবেরও পুজো করা উচিত। বিশ্বাস করা হয় যে, যারা এই উপবাস পালন করেন তাদের সমস্ত কষ্ট দূর হয় এবং তারা মৃত্যুর পরে মোক্ষ লাভ করেন।

আরও পড়ুন:  এই ৫ রাশি সবচেয়ে খাদ্যরসিক! আপনিও আছেন নাকি সেই তালিকায়?

Advertisement

 

Worship Shani dev and Lord Shiva after sunset on Shani Pradosh Vrat 2022

শনি প্রদোষ ব্রত পালনের নিয়মকানুন 

প্রদোষ সময় সন্ধ্যায় শিব মন্দিরে শিব মন্ত্র জপ করুন। শনি প্রদোষের দিন সূর্য ওঠার আগে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করুন। গঙ্গাজল দিয়ে পুজোর স্থান শুদ্ধ করুন। বেলপাতা, অক্ষত, প্রদীপ, ধূপ, গঙ্গাজল ইত্যাদি দিয়ে ভগবান শিবের পুজো করুন। 

আরও পড়ুন:  রাশিচক্র পরিবর্তন করবে সূর্য! এই ৫ রাশির আর্থিক লাভের যোগ

এরপরে 'ওম নমঃ শিবায়' মন্ত্র জপ করুন এবং শিবকে জল নিবেদন করুন। শনি পুজো করতে অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। শনি দেবের মন্দিরে প্রদীপ জ্বালান। ব্রতর পালন কেবল ত্রয়োদশী তিথিতে করা উচিত। 
 

Advertisement