scorecardresearch
 

Sawan 2022: বাঁকুড়ায় বাড়ি বসেই অমরনাথের পুজো গৃহবধূর! কীভাবে জানেন?

Sawan 2022: বাঁকুড়ায় বাড়ি বসেই অমরনাথের পুজো গৃহবধূর! কীভাবে জানেন?

অমরনাথের শিব দর্শন করার ইচ্ছে অনেকদিনের। কিন্তু তা পূরণ হয়নি। তাই বাড়িতেই বরফের শিবলিঙ্গ বানিয়ে পুজো সারলেন বাঁকুড়ার গৃহবধূ। তাঁর নাম সঙ্গীতা পাত্র। গতকাল ছিল শ্রাবণের সোমবার। অর্থাৎ শিবের বার। এই দিনই ভক্তরা দেবাদিদেব মহাদেবের পুজো করেন। সঙ্গীতাদেবীও বাড়িতে পুজো সারেন শিবের। সঙ্গীতাদেবী জানান, তিনি ভেবেছিলেন কোনও মন্দিরে গিয়ে শিবের পুজো করবেন। তবে সময় পাননি। তাই বাড়িতেই বরফের শিবলিঙ্গ বানিয়ে পুজো করেন।

House wife make shivlanga in her house