scorecardresearch
 
Advertisement

VIDEO: দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করতে বীরভূমের গ্রামে শুরু হয়েছে ভাঁজো উৎসব

VIDEO: দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করতে বীরভূমের গ্রামে শুরু হয়েছে ভাঁজো উৎসব

বাংলার গ্রামে গ্রামে যেসব পরব পার্বণের গন্ধ মিশে আছে একান্ত গ্রাম্যতায়, ভাঁজো (Bhanjo Festival) তাদেরই একটি।‘ভাঁজো’ এই নামকরণের কোনও লিখিত ভিত্তি পাওয়া না গেলেও মনে করা হয়, এই উৎসবের এই ধরনের নামকরণ উৎসবে ব্যবহৃত বিশেষ প্রকারের নৃত্যশৈলীর ধরনের জন্য। যারা এই নৃত্য পরিবেশন করে তারা শরীর বামদিকে সামান্য ‘ভাঁজ’ করে নৃত্য করে থাকে। তাই সম্ভবত ‘ভাঁজ’ থেকেই ‘ভাঁজো’ শব্দের উৎপত্তি। ভাঁজো, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ার সামান্য কিছু অংশে প্রচলিত। এটি মূলত কৃষিভিত্তিক একটি পার্বণ। সাধারণভাবে, কৃষি ও ফসলের দেবতা, দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করার জন্যই কুমারী মেয়েদের এই নৃত্যোৎসব।

Bhanjo Festival in Birbhum was started to please devraj Indra see video of this Agricultural festival of bengal

Advertisement