সপ্তমীতে ঝটিকা সফরে কলকাতায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কলকাতায় পৌঁছেই এ দিন বেলুড় মঠে পুজো দেন। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাহুল সিনহা-সহ অন্যান্য নেতৃত্ব। এ দিন বেলা ১২টা নাগাদ বেলুড় মঠে যান তাঁরা।