scorecardresearch
 
Advertisement

Chandra Grahan 2022: চন্দ্রগ্রহণ লাগার সঙ্গে সঙ্গেই দেখা যাবে না, কখন দেখতে পাবেন, জেনে নিন

Chandra Grahan 2022: চন্দ্রগ্রহণ লাগার সঙ্গে সঙ্গেই দেখা যাবে না, কখন দেখতে পাবেন, জেনে নিন

৮ নভেম্বর লাগতে চলেছে চন্দ্রগ্রহণ। এ বছরের শেষ চন্দ্রগ্রহণ এটি। যা বিশ্বের বেশ কটি দেশের সঙ্গে ভারতেও দেখা যাবে। ভারতে এই চন্দ্রগ্রহণ সবার আগে অরুণাচল প্রদেশের ইটানগরে দেখা যাবে। ভারতের পূর্ব দিকে শহরগুলি থেকে চন্দ্রগ্রহণ চন্দ্রোদয়ের সঙ্গেই দেখা যাবে। এই চন্দ্র গ্রহণ ভারতেও দৃশ্যমান হবে। ফলে এর সূতককালের নিয়মও লাগু হবে। চন্দ্রগ্রহণের সূতককাল ৯ ঘন্টা আগে শুরু হয়।

Chandra Grahan 2022

Advertisement