ভারতে শ্রদ্ধালু ভক্তদের ভক্তির অনেক রকম নিদর্শন পাওয়া যায়। যারমধ্যে অনেকক্ষেত্রেই অন্ধ বিশ্বাসের দ্বারা চালিত হয়ে ভক্তরা এমন অনেক কাণ্ডই করে বসেন যার কোনও বিজ্ঞানের যুক্তি মেলে না। এমনকি তাঁদের এনিয়ে বোঝাতে গেলেও বিপদ। তাঁরা কিছুতেই বুঝবেন না। আর কপাল খারাপ থাকলে আপনি যদি বলতে যান তাহলে হিতে বিপরীতও হতে পারে। তাই ভক্তদের বিশ্বাসে আঘাত লাগলে বিষয়টি যে অনেক দূর গড়াতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওটিতে দেখা গিয়েছে একটি মন্দিরের বাইরে একটি হাতির মুখের মতো জলের পাইপ দিয়ে বের হওয়া জল কাপে ধরে ভগবানের চরণামৃত মনে করেই ভক্তরা পান করছেন। কিন্তু এই জল আসলে কিন্তু কোনও চরণামৃত নয়।
Devotees drank AC water in Banke Bihari temple as Charan Amrit video gone viral