Advertisement

Kedarnath Temple: শীত আসছে, এবছরের জন্য বন্ধ হল কেদারনাথ ধামের দরজা

রবিবার সকালে কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। গর্ভগৃহে পবিত্র 'ভস্ম' অনুষ্ঠানের পর সকাল ৬টায় গর্ভগৃহ এবং সকাল ৮.৩০ মিনিটে প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। ভগবান কেদারের ডলি (পালকি) উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে তার শীতকালীন আবাসে নিয়ে যাওয়া হচ্ছে। আগামী বছরের এপ্রিল-মে মাসে গ্রীষ্ম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবার খুলে দেওয়া হবে কেদারনাথ ধামের দরজা।

Advertisement
POST A COMMENT