scorecardresearch
 
Advertisement

Durga Puja Video: ঝাড়গ্রামের ৪৫০ বছরের প্রাচীন গুপ্তমনির মন্দির, দেবী এখানে পাথরে পূজিত

Durga Puja Video: ঝাড়গ্রামের ৪৫০ বছরের প্রাচীন গুপ্তমনির মন্দির, দেবী এখানে পাথরে পূজিত

মায়ের মন্দিরের পূজো কোনও পুরোহিত দ্বারা হয় না। পূজো (Durga Puja 2021) হয় লোধা সম্প্রদায়ের মানুষের হাতে।এখানে দূর্গা পূজো শুরুর আগে হয় পাঁঠা বলি,পূজোর সময় কোনও চন্ডীপাঠ হয় না। লোধা শবররা নিজেদের মতো করে পূজো করেন। এখানে মা পাথরে বিরাজমান, মা প্রদীপ বা মোমবাতির আলোয় গুপ্ত অবস্থায় থাকেন,ভালো আলোর ব্যবস্থা করা হলে তা বেশিদিন টেকে না। ঝাড়গ্রাম শহর থেকে প্রায় ৩৫ কিমি দূরে ৬ নং জাতীয় সড়কের পাশে অবস্থিত এই মন্দির। ৪৫০ বছরের পুরনো এই মন্দির । বিভিন্ন মানুষ মা এর বিভিন্ন নাম দিয়েছেন, কেউ বলেন বনদেবী, কেউ বলেন বনদূর্গা, কেউ আবার গুপ্তমনী। নাম যাই হোক না কেন কথিত আছে এখানের রাস্তা বা মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যাবার সময় মা কে স্মরন করলে কাজ স্বিদ্ধি বা সফল হবেই।

Durga Puja 2021 450 years old Jhargram Guptamani Temple puja news watch video

Advertisement