কোভিড বিধিকে মান্যতা দিয়েই দুর্গাপুজো শুরু কলকাতায়। দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে পুজোমণ্ডপ। উদ্বোধন পর্ব সেরে ফেলছে একের পর এক পুজো কমিটি। তেমনই শুক্রবার তেঘড়িয়া ঢালিপাড়া অধিবাসীবৃন্দের পুজোর উদ্বোধন করা হল। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, বিধায়ক অদিতি মুন্সি, অভিনেত্রী কৌশানী মুখার্জী, অভিনেতা বনি সেনগুপ্ত।
Actor Koushani Mukherjee and Bonny Sengupta have joined TMC MLA Madan Mitra to inagurate a Durga Puja