হুগলির আরামবাগ মহকুমার জমিদার বংশের অন্যান্য পূজো গুলির মধ্যে অন্যতম হল হাট বসন্তপুর গ্রামের নন্দীবাড়ির ৩৫০ বছরের দুর্গাপূজো (Durga Puja 2021) । এখানে শিব ও দুর্গাকে হরপার্বতী রূপে পূজা করা হয় যা অন্যতম বৈশিষ্ট্য। বর্তমানে জমিদারের বংশধরেরা সেই রাজ ঐতিহ্য সেভাবে ধরে রাখতে পারেননি। সে সময়ের দুর্গাপুজো আর বর্তমান সময়ে পূজো, দুটোর মধ্যে অনেকটাই বদল এসেছে গেছে । পরিবারের সদস্যরা জানান অর্থ অভাবে হারিয়েছে পুজোর জৌলুস। খরচ খরচা বেড়ে যাওয়ায় অর্থ অভাবে এখন আর হয়ে ওঠে না সেই আয়োজন। তবে সেই প্রাচীন জমিদারি প্রথা মেনেই একই রীতিনীতিতেই পূজো হয় নন্দিবাড়ীর দুর্গা দালানে।
Durga Puja 2021 Arambag Nandibari Durga Puja News