scorecardresearch
 

Durga Puja In America: 'আসছে বছর আবার হবে', কেনসাস সিটিতে সিঁদুর খেলে মা-কে বিদায়

Durga Puja In America: 'আসছে বছর আবার হবে', কেনসাস সিটিতে সিঁদুর খেলে মা-কে বিদায়

পশ্চিমবঙ্গে পুজো শুরু হয়েছে সবে। তবে আমেরিকার কেনসাস সিটিতে বিদায় নিলেন মা। 'আসছে বছর আবার হবে'- বলে মা-কে বিদায় জানাল সেখানে থাকা বাঙালিরা। পুজোতে অঞ্জলি দেওয়ার পর চলে সিঁদুর খেলা, তারপর মা-কে বিদায় জানান সেখানকার মানুষজন। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও চলে খাওয়া-দাওয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ওভারল্যান্ড পার্কের জেয়ুশ কমিউনিটি সেন্টারের এই মূর্তির বিসর্জন হয় না। পরের বছর এই মূর্তিরই পুজো হয়। উদ্যোক্তারা জানালেন, সারা বছরের কর্মব্যস্ততার মাঝে তাঁরা এই দুটো দিনের জন্যই অপেক্ষা করেন। আগামী বছর ফের পুজো করবেন। মেতে উঠবেন আনন্দে।

Bengali People of Kansas America Celbrated Durga Puja 2021