scorecardresearch
 
Advertisement

Durga Puja 2021 Video: বর্গী আক্রমণ রুখতে শুরু হয়েছিল নানুরের এই দুর্গাপুজো

Durga Puja 2021 Video: বর্গী আক্রমণ রুখতে শুরু হয়েছিল নানুরের এই দুর্গাপুজো

কয়েক শতাব্দী আগে বাংলা জুড়ে বর্গী হানা (Bargi Attack in Bengal) শুরু হয়ে ছিল। তার সঙ্গে ছিল ধর্মীয় আগ্রাসন ও লুঠতরাজ। আর এই ধর্মীয় অগ্রাসন রুখতে চারকোল গ্রামের বাড়িতে বাড়িতে শুরু হয়ে ছিল দশভূজার আরাধনা (Durga Puja 2021)। আজ তা বাড়তে বাড়তে এখন ৩০ ছাড়িয়েছে। বর্ধমান জেলা থেকে অজয়ের তীরে চলে আসা জনৈক যে ব্রাহ্মণের হাতে এই গ্রামের প্রথম দুর্গাপুজোর সূচনা, আজও হয়ে চলেছে সেই পুজো। একসময় নাকি এখানে সোনার দেবীপ্রতিমা ছিল। সেই প্রতিমা চুরি হয়ে যায় বর্গি আমলে। বর্তমানে প্রাচীন ঐতিহ্য মেনে মৃন্ময়ী মূর্তি পূজিতা হচ্ছেন। প্রতিটি পুজোর সঙ্গে যুক্ত হিন্দু-মুসলমান প্রতিটি সম্প্রদায়ের আন্তরিক উপস্থিতি। প্রতিটি ধর্মের মানুষ এই গ্রামের উৎসবে সামিল হন। যা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে।

Durga Puja 2021 This Durgapuja of Nanur started to stop the Bargi attacks in Bengal see video

Advertisement