সে চীনের সাথে যুদ্ধ হোক বা প্রথম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখনও বন্ধ হয়নি এই পুজো (Durga Puja 2021 )। ১৯৭১ সালে বাংলাদেশের যুদ্ধ চলাকালীন ভারতীয় সেনা বাহিনীর ক্যাম্প ছিল জমিদারবাড়িতে। তখন জমিদার বাড়ির পুজো থেকে শুরু করে ভাসান সবেতেই অংশগ্রহণ করতেন সেনাবাহিনীর জওয়ানরাও। এমনকি ২০০০ সালের বন্যায় জলমগ্ন জমিদারবাড়িতে ভ্যানের উপর বসে পুজা পাঠ করানো হয়েছিল। গোবরডাঙা জমিদারবাড়ির ঐতিহ্যবাহী প্রাচীন পুজোতে করোনার কারণে গত বছর ও এ বছর বন্ধ রয়েছে মূর্তিপূজো। তবে নিয়ম রক্ষার জন্য গোবরডাঙা জমিদার বাড়ির প্রসন্নময়ী কালী মন্দিরে ঘট প্রতিষ্ঠা করে দুর্গাপুজো হবে বলে জানান জমিদার বংশের সদস্যরা। এবার এই পুজো ৩১১ বছরে পরল।
Durga Puja 2021 Gobardanga Jamidarbari Durga Puja turns 311 years this year see video