বেলুড় মঠে দুর্গাপুজোর (Durga Puja 2021) শুরু আজ। মহাষষ্ঠীর রীতি মেনে মায়ের কল্প এবং ষষ্ঠ্যাদী পালন হলো। প্রত্যুষে সন্যাসী এবং ব্রহ্মচারী মহারাজেরা শ্রীশ্রীমায়ের ঘাটে স্নান করে পবিত্র গঙ্গা জলপূর্ণ মঙ্গলঘট নিয়ে প্রথমে মায়ের মন্দিরে গিয়ে মাকে প্রণাম করেন, তারপর সম্মিলিতভাবে ঢাক-বাদ্য বাজিয়ে মাথায় করে বহন করে এনে চণ্ডীমণ্ডপে রেখে রীতি মেনেই তা পূজা করেন। আজ সন্ধ্যায় সেই ঘট মায়ের মৃন্ময়ী মূর্তির সামনে স্থাপন করে শুরু হবে মায়ের বোধন আমন্ত্রণ এবং অধিবাস।
Durga Puja 2021 Maha Sasthi 2021 Belur Math durga puja watch video