scorecardresearch
 
Advertisement

VIDEO: মালদার সাড়ে তিনশো বছরের দুর্গাপুজোয় এখনও ব্রাত্য মহিলারা!

VIDEO: মালদার সাড়ে তিনশো বছরের দুর্গাপুজোয় এখনও ব্রাত্য মহিলারা!

বৈদিক রীতি মেনে আজও পুজো হয়ে আসছে মালদা শহরের অন্যতম প্রাচীন দুর্গাবাড়ির দুর্গাপুজো ৷ এবার এই মন্দিরের পুজো ১৪৮ বছরে পা দিচ্ছে ৷ এই পুজো ঘিরে রয়েছে অনেক কাহিনি ৷ তবে মালদা জেলার গ্রাম ও শহরের মানুষ পুজোর ৪ দিনের মধ্যে অন্তত একদিন এই পুজো দেখতে ভিড় করেন। ১২৭৫ বঙ্গাব্দে মালদা শহরের নেতাজি সুভাষ রোডে আদি কংসবণিক দুর্গাবাড়ি প্রতিষ্ঠিত হয় ৷ তার অনেক আগে থেকেই এই পুজো চালু ছিল বলে উদ্যোক্তাদের দাবি ৷ পুজো কমিটির বর্তমান সভাপতি উত্তমকুমার দাস বলেন, প্রায় সাড়ে তিনশো বছর আগে এই পুজো শুরু হয় ৷ দুর্গাবাড়ির দুর্গাপুজোর কতগুলি বৈশিষ্ট্য রয়েছে ৷ প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন এই পুজায় এখনও মহিলারা ব্রাত্য। মহালয়ার ভোরে ঘটপুজোর মধ্যে দিয়ে পুজো শুরু হয় এখানে ৷ লক্ষ্মীপুজোতে এখানকার পুজোর পরিসমাপ্তি ঘটে ৷ এতদিন ধরে কোথাও দুর্গাপুজোর চল রয়েছে কিনা তা জানা যায় না ৷ সপ্তমীর দিন সকালে সেই নিমতলা ঘাটেই দেবীর ঘট ভরা হয়৷ পুজোতে অন্নভোগের প্রচলন নেই ৷ আড়াই কিলো আটার ঘিয়ে ভাজা লুচি দিয়ে ভোগ তৈরি হয় ৷ বাসন্তী পুজোতে সোওয়া কিলো আটার লুচির ভোগ হয় এখানে ৷ এখানকার দেবীমূর্তিকে ঘিরে থাকে আরও ২২টি মূর্তি ৷ উত্তমবাবু জানালেন, কংসবণিক সম্প্রদায়ের ২৩৬টি পরিবার এই পুজোর আয়োজন করে থাকে ৷ এই পুজোতে কোথাও থেকে কোনও চাঁদা সংগ্রহ করা হয় না ৷ পুজোর ৪ দিন অসংখ্য মানুষ মন্দিরে আসেন ৷ এই পুজো না দেখলে বোধহয় সবারই পুজো দর্শন অপূর্ণ থেকে যায় ৷

Advertisement