Advertisement

Durga Puja Video: মালদার রায় বাড়ির পুজো, সপ্তমীতে ঘট ভরতে যাওয়া হয় বাংলাদেশের নদীতে

মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জমিদারি এখন আর নেই। নেই জমিদারির সেই জৌলুসও। তবে বংশপরস্পরায় এখনও নিষ্ঠার সাথে দুর্গা পুজো (Durga Puja 2021) হয়ে আসছে রায় বাড়িতে। মালদার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা তিলাসন। আদিবাসী অধ্যুষিত এই গ্রামের জমিদার রায় বাড়ির দুর্গাপুজো ২২১ বছরে পদার্পণ করলো। এই বাড়িতে দুটো দুর্গা পুজো হয়।প্রথমে কুলদেবতা মা দুর্গা তারপর মাটির তৈরী মা দুর্গা।

Durga Puja 2021 Malda Roy Bari Durga puja News

Advertisement