scorecardresearch
 
Advertisement

VIDEO: রানাঘাটের ৭৫৯ বছরের প্রাচীন 'বুড়ো মা'র পুজো, নবমীতে আজও হয় কাদা খেলা

VIDEO: রানাঘাটের ৭৫৯ বছরের প্রাচীন 'বুড়ো মা'র পুজো, নবমীতে আজও হয় কাদা খেলা

রানাঘাটের বনেদি বাড়ির দুর্গা পুজো গুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দুর্গাপুজো (Durga Puja 2021) রানাঘাট শর্মা বাড়ির দুর্গাপুজো। শর্মা বাড়ির দুর্গাপুজো "বুড়ো মা"-র পুজো নামে বিখ্যাত। ৭৫৯ বছরের প্রাচীন এই "বুড়ো মা"পুজো। 1262 খ্রিস্টাব্দে এই পুজোর প্রচলন করেছিলেন রামকুমার চক্রবর্তী। উল্টোরথের দিন পাটে সিঁদুর দিয়ে দেবী প্রতিমা তৈরীর কাজ শুরু হয়। চতুর্থীতে পাটে ওঠেন "বুড়ো মা"। পঞ্চমীতে মাকে গহনা পরানোর পর ষষ্ঠী থেকে শুরু হয় পুরোদমে পুজো। প্রাচীন প্রথা মেনে অহংকার নিবৃত্ত করার জন্য নবমীর দিন হয় "কাদা খেলা"। দশমীর দিন প্রান্ত ভোগ,কচুর শাক আর কলার বড়া খেয়ে"বুড়ো মা" এক বছরের জন্য বিদায় নেন।

Durga Puja 2021 Ranaghat Buro Ma Durga Puja News

Advertisement