Advertisement

Durga Puja 2024: বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীনের এবারের থিম 'যুদ্ধ'

”তোরা যুদ্ধ করে করবি কী তা বল ?” সত্যজিৎ রায়ের এই ভাষায় এবার ফুটে উঠবে দক্ষিণ কলকাতার বাঘাযতীনের বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীনের পুজো মণ্ডপে। ৭৫ তম বর্ষে এই ক্লাবের এ বছরের ভাবনা- 'যুদ্ধ'। শিল্পী সোমনাথ মুখোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছে মণ্ডপ সজ্জার কাজ। শিল্পীর ভাষায়, সমাজ ও মানব ধর্মকে বাঁচানোর স্বার্থে আগামী প্রজন্মের জন্য শান্তির পৃথিবী তৈরীর বার্তা ফুটে উঠবে এই মণ্ডপে। দেখুন সেই মণ্ডপের কিছু ঝলক।

Advertisement
POST A COMMENT