Advertisement

Durga Puja 2024: মোবাইলের আসক্তি কাটিয়ে বই পড়ুন, কেষ্টপুরের পুজোর থিমে সামাজিক বার্তা

কেষ্টপুরের মাস্টারদা স্মৃতিসংঘের এবারের পুজোর থিম 'সভ্যতার রক্ষাকবচ'। এবার ৭২ তম বর্ষে পড়ছে এই পুজো। শিল্পী মানস রায়ের হাত ধরে সেজে উঠছে থিম। নতুন প্রজন্ম মোবাইলে আসক্ত। বই পড়ার অভ্যাস কমছে। সে কথাই উঠে আসবে এই থিমে। যার বার্তা, বই পড়ুন। মণ্ডপসজ্জায় থাকছে বই। দেখা যাবে বিশাল মানবমুখ মৌচাকের আদলে, যা জ্ঞানের ভান্ডার।

Advertisement
POST A COMMENT