scorecardresearch
 
Advertisement

VIDEO: বেআইনি, তবু বারুইপুরের রায়চৌধুরীরা আজও বিসর্জনে ওড়ান নীলকণ্ঠ পাখি

VIDEO: বেআইনি, তবু বারুইপুরের রায়চৌধুরীরা আজও বিসর্জনে ওড়ান নীলকণ্ঠ পাখি

জমিদারী না থাকলেও, কোনও অংশে বনেদিয়ানাতে ক্ষামতি নেই দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের রায়চৌধুরী বাড়ির দুর্গা পুজোয় (DurgaPuja 2021)। এই জেলার অন্যতম পুরানো দুর্গা পুজো এটি। এক সময় জেলার বাবুদের বাড়ির পুজো বলতে এই পুজোটিকেই চিনতো সকলে। প্রায় ৩২৫ বছর ধরে নিজস্ব জৌলুস নিয়ে আজও অমলিন বারুইপুরের রায়চৌধুরী বাড়ির এই দুর্গাপূজা। সরকারী ভাবে নীলকণ্ঠ পাখি (Nilkantha Bird) ধরা ও দুর্গা ঠাকুর বিসর্জনের পর তা ওড়ানোর উপর নিষেধাজ্ঞা থাকলেও, এটাই প্রধান বিশেষত্ব এই বনেদি বাড়ির পুজোর।

This Durga Pujo is more than 300 years old at the Roychowdhury house in Baruipur

Advertisement