Advertisement

VIDEO: বুধবার জ্যৈষ্ঠ অমাবস্যার রাতে বেলুড়মঠে ফলহারিনী কালীপুজো

জৈষ্ঠ অমাবস্যায় ফলহারিনী কালীপুজো এক জনপ্রিয় উৎসব। প্রতিবছরই নিষ্ঠা মেনে বেলুড় মঠে এই পূজো করা হয়। বাংলায় শক্তি পুজো মাত্রই জনপ্রিয়। বেলুড়মঠে এই ফলহারিনী কালী পুজোর এক বিশেষ মাত্রা আছে । শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ এমনই এক পুজোর সমাপ্তি এক বিশেষ উপায়ে পালন করেছিলেন। তিনি শ্রী শ্রী মা সারদামণি দেবীকে 'দেবী ষোড়শী' হিসাবে উপাসনা করেছিলেন। তাই এই বিশেষ দিনটি বেলুড় মঠ সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের বহু কেন্দ্রে অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে পালিত হয়।

Advertisement