বাঙালির অন্যান্য উৎসবের মতো হুগলি জেলার জনাইতে আয়োজন করা হয় একটি বিশেষ উৎসব বা পার্বণ, ঘেটু সংক্রান্তি। গ্রামবাংলায় এখনো সেই ঘেটু সংক্রান্তিতে কচিকাঁচারা মেতে ওঠে উৎসবের মেজাজে। এ দৃশ্য দেখলে অনেক বাঙালিরই শৈশব মনে পড়ে যাবে। সকালবেলা মাটির সরা ঘেঁটু ফুল দিয়ে সাজিয়ে ,গোবরের ডালা করে, তার ওপরে করি আর হলুদ কাপড় দিয়ে মুড়ে ঘেঁটু ফুল দিয়ে রাস্তার মোড়ে মোড়ে মা-কাকিমারা ঘেটু পুজো করেন।
ghetu puja has been organised at janai hooghly