ডাকোরের শ্রী রণছোড়য়জি মহারাজ মন্দিরে ভোগ লুট। যদিও ডাকাতরা এসে লুট করেনি। ভক্তরা করেছেন। আসলে এটাই রীতি। কথিত আছে, প্রায় ৮০টি গ্রামের মানুষ এই বিশেষ দিনে ভোট লুট করেন। এতে নাকি দেবতার আশীর্বাদ মেলে।