আনুমানিক ৩৫০ বছর আগে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণদেব রায়ের বন্ধু ইন্দ্রনারায়ন চৌধুরী প্রথম চন্দননগরের জগদ্ধাত্রী পুজো চালু করেছিলেন। চাউলপট্টির জগদ্ধাত্রী পুজো চন্দননগরের বিখ্যাত পুজোগুলির মধ্যে অন্যতম। এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে এই পুজোতে মা জগধাত্রীকে পুরোপুরি সনাতনী সাজে সাজানো হয় এবং সাদা রঙের সিংহের উপর দেবী বিরাজমান থাকেন। মা জগধাত্রী এবং সিংহের সঙ্গে বিপরীত দিকে মুখ করে জগধাত্রীর বাহন হাতি বিরাজমান থাকে। কথিত আছে যে ভাসানের দিন যখন গঙ্গায় মা জগধাত্রী প্রতিমাকে নিরঞ্জন করা হয় তখন গঙ্গায় সাপ দেখা যায়।
cahndannagar chawlpatty jagadhatri puja story