scorecardresearch
 
Advertisement

Rajasthan Jaljhulani Ekadashi Fair: রাজস্থানের শ্রী চারভুজানাথ মন্দিরে জলঝুলনী একাদশী মেলা: লক্ষাধিক ভক্তের উপস্থিতি

Rajasthan Jaljhulani Ekadashi Fair: রাজস্থানের শ্রী চারভুজানাথ মন্দিরে জলঝুলনী একাদশী মেলা: লক্ষাধিক ভক্তের উপস্থিতি

রাজস্থানের রাজসমন্দে শ্রী চারভুজানাথ মন্দিরে অনুষ্ঠিত হল বার্ষিক জলঝুলনী একাদশী মেলা। এখানে লক্ষাধিক ভক্ত অংশগ্রহণ করেন। এই মেলা মেওয়ার চার ধামের একটি পবিত্র স্থানে অনুষ্ঠিত হয়। মেলার শেষ দিনে শ্রী চারভুজানাথের বালরূপ সোনার পালকিতে বসিয়ে দুধতালাই-এ আনা হয় এবং ভক্তদের উপস্থিতিতে রাজকীয়ভাবে স্নান করানো হয়। এই বিশেষ অনুষ্ঠান ও ভক্তদের উচ্ছ্বাসের মুহূর্তগুলি দেখতে অবশ্যই ভিডিওটি দেখুন।

Advertisement