Advertisement

Jhulan Yatra 2023: শিলিগুড়ি ইসকনে ঝুলনযাত্রায় ভক্তদের ঢল, ৩১ অগাস্ট পর্যন্ত রোজ বিশেষ পুজো

রবিবার থেকে শুরু হয়েছে রাধাকৃষ্ণের ঝুলন উৎসব। ইসকনের শিলিগুড়ির রাধামাধবসুন্দর মন্দিরেও মহাসমারোহে আয়োজিত হয়েছে ঝুলনযাত্রার। রবিবার সূচনা উপলক্ষে ভক্তদের ঢল নামে মন্দিরে। আগামী ৩১ অগাস্ট পযন্ত চলবে এই যাত্রাা। রাখিবন্ধনের দিন শেষ হবে ঝুলন উৎসব। প্রতিদিন বিকাল ৪.৩০ থেকে রাত ৮.০০ পর্যন্ত ঝুলনযাত্রার সময় মন্দির দর্শন ও বিগ্রহে পুজো করতে পারবেন ভক্তরা বলে জানিয়েছেন ইসকন শিলিগুড়ির জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস।

Advertisement
POST A COMMENT