দক্ষিণবঙ্গের এক সুপ্রাচীণ জনপদ হলো সোনামুখী। প্রাচীন প্রথা মেনে আজ ৫০০ বছর ধরে,বলতে পারেন এই জনপদ সৃষ্টির বহু আগে থেকে এখানে ক্ষ্যাপা কালীমা পূজিত হয়ে আসছেন। এই মা কালী যেমন তার সন্তানদের জন্য দয়াময়ী তেমনি মায়ের পুজোর কোনও রূপ বিঘ্ন হলে মা নাকি রুষ্ট হয়ে মন্দির ছেড়ে পলায়ন করেন। তাই পূজার দিন থেকে মায়ের পিছনের পা শিকল দিয়ে বাঁধা থাকে এবং মায়ের প্রতিমা নিরঞ্জনের দিন সেই শিকল থেকে মায়ের পা খুলে নিরঞ্জন করা হয়।
Bankura Khapa kali puja story