মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার এড়োয়ালি গ্রামের কালী পুজোর খ্যাতি জেলার গন্ডি পেরিয়ে রাজ্য জুড়ে রয়েছে। কালীপুজো উপলক্ষ্যে সমস্ত গ্রাম উৎসবে মেতে ওঠে। এই গ্রামে মোট ১৩ টি পুজো হয়। সবগুলিই পারিবারিক পুজো হলেও বর্তমানে সর্বজনীন রুপ নিয়েছে। গ্রামের ১৩ টি পুজোর মধ্যে মটকালী অন্যতম। প্রায় ৩৫০ বছরের প্রাচীন এই পুজো। মায়ের মন্দিরে পঞ্চমুন্ডির আসন রয়েছে। শোনা যায়, একবার পুজোর জন্য পুরোহিত পাওয়া যাচ্ছিল না। মায়ের পুজো করার জন্য বামাক্ষ্যাপাকে নিয়ে আসার জন্য তারাপীঠে পালকি পাঠানো হয়। কিন্তু দেখা যায় পালকি তারাপীঠে পৌঁছানোর আগেই বামাক্ষ্যাপা এড়োয়ালি গ্রামে এসে মটকালীর পুজো করেন।
Murshidabad Eroali Villege kali puja story