Advertisement

Kaushiki Amavasya 2024- Tarapith Video: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে ভক্তের সমাগম, গর্ভগৃহ থেকে রইল মা তারার দর্শন

হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে  কালীর বিভিন্ন রূপের পুজো হয়। ভাদ্র মাসের শুরুর অমাবস্যাই, কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এই পুজোর সঙ্গে জড়িত আছে নানা পৌরাণিক কাহিনি। কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে, বিশেষ উপাচারে পুজো করা হয় তারা মায়ের৷ কৌশিকী অমাবস্যা, অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা। এদিন মঙ্গলারতি দিয়ে দিন শুরু হয় এবং দিনভর চলে বিশেষ পুজোপাঠ। এবছর ২ সেপ্টেম্বর পড়েছে কৌশিকী অমাবস্যা। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে তারাপীঠে।

Advertisement
POST A COMMENT