Advertisement

Kedarnath Dham Open: 'হর হর মহাদেব' ধ্বনিতে মুখরিত, দরজা খুলল কেদারনাথ ধাম মন্দিরের

দরজা খুলল কেদারনাথ ধাম মন্দিরের। অক্ষয় তৃতীয়া উপলক্ষে মন্দিরের পোর্টাল খোলার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে ভক্তদের বিশাল ভিড় কেদারনাথ ধামে জড়ো হয়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, "আমি সমস্ত ভক্তদের স্বাগত জানাই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনাদের সকলের যাত্রা সুখী হোক এবং আপনাদের ইচ্ছা পূরণ হোক। ফের ছয় মাস পর হর হর মহাদেব ও স্তব গানে মুখরিত হয়ে উঠেছে কেদারনাথ।

Advertisement
POST A COMMENT