scorecardresearch
 
Advertisement

VIDEO: গোঘাটে এই গ্রামে ৩০০ বছরের প্রাচীন লক্ষ্মীপুজো

VIDEO: গোঘাটে এই গ্রামে ৩০০ বছরের প্রাচীন লক্ষ্মীপুজো

বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো । কিন্তু ব্যতিক্রমী হল গোঘাটের বেঙ্গাই গ্রাম। এখানে দুর্গাপুজো হলেও এই গ্রামের বাসিন্দাদের কাছে অন্যতম হল কোজাগরী লক্ষ্মীপুজো। এই গ্রামের মানুষ শারদউৎসবের আনন্দ উপভোগ করেন এই কোজাগরী লক্ষ্মী পূজো ঘিরেই ‌। বহু প্রাচীনকাল থেকেই প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে এই বেঙ্গাই গ্রামে কোজাগরী পূর্ণিমায় বারোয়ারি লক্ষ্মী পুজো করে আসছেন বাসিন্দারা। বেঙ্গাই গ্রামের এই ঐতিহ্যবাহী লক্ষ্মী পুজোর প্রতিষ্ঠাতা করেন শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের গুরুদেব কেনারাম ভট্টাচার্যের পূর্বপুরুষ। সেই সময় থেকেই একইভাবে রীতিনীতি মেনে আজও কোজাগরী পূর্ণিমায় এই লক্ষ্মী পূজা হয়ে আসছে।

Hooghly Goghat Lakshmi Puja older than 300 years

Advertisement