Advertisement

Live Crabs Offered To Lord Shiva: এই মন্দিরে শিবকে নৈবেদ্য দেওয়া হয় জীবন্ত কাঁকড়া, জানেন কোথায়?

গুজরাতি ক্যালেন্ডার অনুযায়ী পোষ বদ একাদশী একটি শুভ দিন। এই দিনে সুরাটের রামনাথ ঘেলা মন্দিরে ভক্তরা নৈবেদ্য হিসাবে জীবন্ত কাঁকড়া দেওয়া হয়। বিশ্বাস করা হয় কান সংক্রান্ত সমস্যায় যারা আক্রান্ত তারা এই মন্দিরে আসেন জীবন্ত কাঁকড়া নৈবেদ্য হিসেবে দিতে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে ভক্তদের মন্দিরে জীবন্ত কাঁকড়া নিবেদনের জন্য প্রাসঙ্গিক সরকারি দপ্তর থেকে বিশেষ অনুমতি নেওয়া হয়েছে।

Advertisement
POST A COMMENT