সর্বকালের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ মহাকুম্ভ মেলা। সোমবার প্রয়াগরাজের মহা কুম্ভ শহরের ত্রিবেণী সঙ্গম ঘাটে বিপুল সংখ্যক ভক্ত পবিত্র ডুব দেন। মহা কুম্ভে সোমবার সকাল ৪ টার মধ্যে ৪৬.৬৪ লক্ষেরও বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে পবিত্র ডুব দিয়েছিলেন। এছাড়া সকালে গঙ্গা আরতি দেখতেও ভিড় জমান প্রচুর ভক্ত।