Advertisement

Mahakumbh 2025: প্রয়াগরাজে নাগা সাধুর ৬১ পাত্রের জল দিয়ে ২১ দিন স্নান, VIDEO

প্রয়াগরাজে নাগা সাধু প্রমোদ গিরি মহারাজ মহাকুম্ভ মেলায় ৬১টি পাত্র জল দিয়ে স্নান করে 'হঠ যোগ' করেন। তিনি প্রতিদিন ভোর চারটের সময় এই অনুষ্ঠানটি করেন। নাগা সাধু প্রমোদ গিরি মহারাজ বলেছেন, "ঘট দিয়ে স্নানের আনুষ্ঠানিকতা সাধারণত ৪১ দিন স্থায়ী হয়, কিন্তু মহা কুম্ভ মেলায় স্থান ও সময়ের সীমাবদ্ধতার কারণে আমরা তা কমিয়ে ২১ দিনে করেছি।

Advertisement
POST A COMMENT